রাব্বির জামিন, ফাঁসি চেয়ে হেফাজত ও আ.লীগ কর্মীদের মিছিল
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে ধর্মভিত্তিক সংগঠন হেফাজত ইসলামের নারায়ণগঞ্জ শাখার সমন্বয়ক ফেরদাউসুর রহমানের করা মামলায় জামিন পেয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি।
বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক মেহেদী হাসানের আদালতে হাজির হয়ে জামিন আবেদন জানান রাব্বী। শুনানি শেষে বিচার তা মঞ্জুর করেন। গত ১৪ মে একই আদালত রফিউর রাব্বির বিরুদ্ধে সমন জারি করে। বিচারক সেদিন ২৫ মে তারিখ ধার্য্য করেন।
গত ৭ এপ্রিল নগরীর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রুতি সাংস্কৃতিক একাডেমির ২৫ বছর পূর্তির আলোচনায় রফিউর রাব্বী বলেন, ‘যদি বাংলাদেশের মানুষ জানত সংবিধান বিসমিল্লাহির রহমানির রাহিম দিয়ে শুরু হবে, দেশ হবে সাম্প্রদায়িক দেশ হবে, তবে ৩০ লাখ শহীদ মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করত না।’
রাব্বীর এই বক্তব্য ধর্মীয় অবমাননাকর অভিযোগ করে তার বিরুদ্ধে আদালতে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে মামলার আবেদন করেন হেফাজতে ইসলামীর নারায়ণগঞ্জ শাখার সমন্বয়ক ফেরদাউসুর রহমান। পরে বিচারকের নির্দেশে আদালতে গোয়েন্দা পুলিশ তদন্ত করে প্রতিবেদন দিলে রাব্বির বিরুদ্ধে সমন জারি করে আদালত।
এই মামলার পর নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান সমাবেশ করে রাব্বীর বিচার দাবি করেন। একই সমাবেশে অংশ নেন হেফাজতের নেতা-কর্মীরা। ওই সমাবেশে শামীম ওসমান বলেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের তা-বে হেফাজত কর্মীরা জড়িত ছিল না।
এই মামলায় রাব্বীর আদালতে আসা উপলক্ষে সকাল থেকে হেফাজতে ইসলামী ও সাংসদ সদস্য শামীম ওসমানের অনুসারীরা আদালতপাড়ায় ভিড় করে। এসময় তারা ‘রাব্বির ফাঁসি চাই’ শ্লোগান দিতে থাকে। এ সময় আদালত পাড়ায় আসা অনেক বিচার প্রার্থী ভেতরে ঢুকতে পারেননি।
রূপগঞ্জ থেকে আসা নারী ও শিশু নির্যাতন দমম আইনে করা মামলার বাদী হোসেনে আরা বেগম বলেন, ‘আজ আদালতে আমার মামলার তারিখ ছিল। কিন্তু আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতা-কর্মীরার আদালতের গেইটের সামনে ও ভেতরে ভিড় করে রাখায় পুলিশ গেইটে আদালতের প্রধান ফটক বন্ধ করে রেখেছে। যে কারণে আমি আদালতে ঢুকতে উপস্থিত থাককে পারিনি।’
রাব্বির আইনজীবী মাহবুবুর রহমান মাসুম বলেন, ‘রফিউর রাব্বি ধর্মবিরোধী কোন বক্তব্য দেননি। ধর্মীয় অনুভূতিতে আঘাত করেননি। রাষ্ট্রের মূলনীতিতে মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সাংঘর্ষিক বিষয় নিয়ে কথা বলেছেন। আমরা সে কথাই আদালতে তুলে ধরেছি। আর আদালত জামিন মঞ্জুর করেছে।’
রফিউর রাব্বি বলেন, ‘শামীম ওসমানের নির্দেশে হেফাজত ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে মামলা দিয়েছে। ত্বকী হত্যার বিচার চাওয়া থেকে বিরত রাখতেই এই মামলা করা হয়েছে। আমি যাতে আজকে আদালতে উপস্থিত হতে না পারি সে জন্য ছাত্রলীগ ও হেফাজতে ইসলামের নেতাকর্মীরা আদালতের প্রবেশপথে অবস্থান নিয়ে আমার বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকে।’
রাব্বী বলেন, ‘আদালতপাড়ায় হেফাজত ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যানার মিছিল নিয়ে শ্লোগান দিয়েছে। এতে প্রশাসনের অবস্থানটি স্পষ্ট হয়েছে।’
মামলার বাদীপক্ষের আইনজীবী সুলতানুল আরেফিন বলেন, ‘বাদী ধর্মীয় অবমাননার অভিযোগে মামলার আবেদন করেছেন। তবে পুলিশ তদন্ত করে আদালতে অভিযোগ দাখিল করেছে। আদালত শুনানি শেষে আসামির জামিন মঞ্জুর করেছে।’
ঢাকাটাইমস/২৫মে/প্রতিনিধি/ডব্লিউবি
মন্তব্য করুন