এবার বিদ্যুতের স্মার্ট মিটার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ মে ২০১৭, ১৪:৫৪

তথ্য প্রযুক্তি বিকাশের এই যুগে আধুনিকতার ছোঁয়া লাগছে সব ধরনের পণ্যেই। বিদ্যুতের মিটারইবা বাদ যাবে কেন? বিদ্যুতের অপচয় রোধ এবং দুর্নীতি প্রতিরোধে স্মার্ট মিটারের যুগে প্রবেশ করেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার বিদ্যুৎ ভবনে স্মার্ট মিটারের উদ্বোধন করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

মাস খানেক আগে কুমিল্লায় এর পাইলটিং কাজ শুরু হয়। কুমিল্লা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড- পিডিবি বিক্রয় ও বিপণন কেন্দ্র-২ এর আওতায় ৬০০ মিটার চালু করা হয়। এরমধ্যে ৫০০ মিটার হচ্ছে সিঙ্গেল। আর ১০০ মিটার হচ্ছে থ্রি ফেইজের।

এই মিটারের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটির মাধ্যমে সহজে বিদ্যুৎ বিল পরিশোধ করা যায়। যে কোনো জায়গায় বসেই এই বিল পরিশোধ করা যাবে। এর মাধ্যমে গ্রাহকদের হয়রানি সম্মুখীন হওয়ার সুযোগ নেই, দুর্নীতির সুযোগও নেই। এর মাধ্যমে জানা যাবে কত টাকার বিদ্যুৎ খরচ হয়েছে। ব্যালেন্সের টাকায় আর কতটুকু বিদ্যুৎ ব্যবহার করা যাবে। সময়ও সাশ্রয় হবে গ্রাহকের।

প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, ‘আমাদেরকে আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করতে হবে। বিশ্ব এগিয়ে যাচ্ছে। আমরা পিছিয়ে থাকলে চলবে না। স্মার্ট মিটার কুমিল্লায় সফলভাবে কাজ করলে এই প্রকল্প সম্প্রসারণ করা হবে। ’

নসরুল হামিদ বলেন, ‘আমাদের নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনে কাজ করতে হবে। আমারা বিদ্যুৎ খাতে গবেষণার জন্য রিসার্স কাউন্সিল গঠন করেছি। সেখানে আমরা বোর্ডও গঠন করেছি। কেউ যদি গবেষণা করতে চান তাহলে আমরা পৃষ্ঠপোষকতা দেবো।’

তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘আমরা সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে মানবসম্পদ। আমরা এটাকে কাজে লাগিয়ে বিশ্বের বুকে তাক লাগিয়ে দিতে পারি। বিশ্বের উন্নত দেশগুলো যেভাবে অর্থনীতির দিক থেকে শক্তিশালী হচ্ছে আমরাও হতে পারি তাদের মতো। কিন্তু আমাদের সেজন্য এখন থেকেই পরিকল্পনা করে এগুতে হবে। নতুন নতুন উদ্যোক্তা তৈরি করতে হবে। দেশীয় উদ্যোক্তাদের পৃষ্ঠপোষকতা দিতে হবে। তাহলে আমরাও হতে পারবো অর্থনৈতিক বড় শক্তি।’

(ঢাকাটাইমস/২৫মে/এমএম/ডব্লিউবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :