মেহেরপুরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা গ্রামে কামাল হোসেন নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। জমি নিয়ে বিরোধের জের ধরে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার সকাল দশটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত কামাল ষোলটাকা ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য ও ষোলটাকা গ্রামের আব্দুস সাত্তার জোয়ার্দ্দারের ছেলে।
স্থানীয়রা জানান, বড় ভাই আব্দুল হান্নানের জামাতা মাজেদুল ইসলামের সঙ্গে কামাল হোসেনের জমি নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে গতকাল রাতে দুইপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।
সকালে নিজের ভাই কফেল উদ্দীনকে মারধরের খবর পেয়ে কামাল হোসেন বাড়ি ফিরছিলেন। পথে প্রতিপক্ষের লোকজন আটকে রেখে তাকে বেধড়ক কোপায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. স্বাধীন তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সজিব উদ্দীন স্বাধীন জানান, মাথায় ধারালো অস্ত্রের আঘাতে কামাল হোসেনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
ঢাকাটাইমস/২৫মে/প্রতিনিধি/এমআর
মন্তব্য করুন