নর্দান ইউনিভার্সিটিতে ইইই ডে উদযাপিত

ঢাকাটাইমস ডেস্ক
 | প্রকাশিত : ২৫ মে ২০১৭, ১৬:৫৮

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের আয়োজনে ইইই ডে উদযাপন করা হয়েছে।

সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন প্রফেসর ড. মো. একরাম আলী শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনির্ভাসিটির উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন।

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনা ট্রাস্টের চেয়ারম্যান আনসার আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল করিম, ট্রেজারার মো. আনোয়ার হোসাইন, রেজিস্ট্রার মো. রাশিদুল ইসলাম।

দিন ব্যাপী এ অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের তৈরি করা বিভিন্ন প্রোজেক্ট শো, ক্যারিয়ার কাউন্সিলিংসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অতিবাহিত হয়।

অনুষ্ঠানে অন্যান্যেদের মধ্যে নর্দান ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের হেড প্রফেসর ড. মোহাম্মদ আবদুল মতিন এবং উন্নয়ন ও আর্ন্তজাতিক বিষয় এর পরিচালক লে. কর্নেল (অব.) একতেদার আহমেদ সিদ্দিকীসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৫মে/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :