ফরিদপুরে ছেলের হাতে মা খুন

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ মে ২০১৭, ১৮:১৫

ফরিদপুর সদরে ছেলের হাতে মা খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার দিবাগত রাতে শহরের দক্ষিণ ঝিলটুলী এলাকায় এ ঘটনা ঘটে।

কোতয়ালী থানা পুলিশ জানায়, ফরিদপুর শহরের দক্ষিণ ঝিলটুলী এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন বিআরডিবির অবসরপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম ও তার পরিবার।

গত দুদিন আগে জরুরি কাজে নজরুল ইসলাম ঢাকায় যায়। বুধবার সন্ধ্যায় মায়ের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয় আবদুস সাদি। একপর্যায়ে সাদি তার মাকে দেশীয় অস্ত্র দিয়ে মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয়রা ফরিদপুর জেনারেল হাসপাতালে নেয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে ওই রাতেই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে ফাতেমা পারভীন মারা যান।

এ ঘটনায় নিহতের স্বামী নজরুল ইসলাম কোতয়ালী থানায় ছেলে আবদুস সাদিকে আসামি করে বৃহস্পতিবার একটি হত্যা মামলা করেছেন।

ফরিদপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক বেলাল হোসেন জানান, লাশটি ডায়াবেটিক সমিতির হিমঘর থেকে মর্গে পঠানো হয়েছে। অভিযুক্ত ছেলেকে আটকের চেষ্টা চলছে।

নিহতের মেয়ে মারিয়া তামান্না জানান, তার ভাই বিভিন্ন সময় বাবা-মায়ের কাছে দামি মোবাইল, ল্যাপটপ, মোটরসাইকেল দাবি করে আসছিল। তার এ দাবি পূরণ না করায় সে মাঝে মধ্যেই বাবা-মায়ের সঙ্গে ঝগড়া করত।

(ঢাকাটাইমস/২৫মে/প্রতিনিধি/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :