কাজিপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার হরিনাথপুর গ্রামে পুকুরে ডুবে আব্দুল্লাহ (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ ওই গ্রামের শফিকুল ইসলামের সন্তান।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আসাদুল ইসলাম মুত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর দুইটার দিকে বাড়ির পাশের একটি পুকুরে অন্যান্য শিশুদের সাথে আব্দুল্লাহ গোসল করতে নামে। কিছুক্ষণ পরে সকল শিশু নিজ নিজ বাড়িতে ফিরে গেলেও আব্দুল্লাহ ফিরে না আসায় স্বজনেরা তাকে খুঁজতে থাকে। পুকুরে নেমে অনেক খোঁজাখুঁজির পর বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, শিশু আব্দুল্লাহকে নানাবাড়ি রেখে তার বাবা-মা ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করেন।
(ঢাকাটাইমস/২৫মে/প্রতিনিধি/ইএস)
মন্তব্য করুন