বিএনপির ভিশন ২০৩০ ভাওতাবাজি: খালিদ মাহমুদ

পাবনা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ মে ২০১৭, ২০:০২

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির ভিশন ২০৩০ হলো ভাওতাবাজি। খালেদা জিয়া সবকিছুতে পর্যদুস্ত হয়ে নকল ও অপরাজনীতির ধারায় চলে এসেছেন। এখন তারা নকল ও ভাওতাবাজির কারখানা খুলে বসেছেন।

বৃহস্পতিবার দুপুরে তিনি পাবনা জেলা আওয়ামী লীগের বিশেষ কর্মীসভায় এসব কথা বলেন তিনি।

বিএনপি প্রতিনিয়ত মিথ্যাচার করছে, এ মিথ্যাচারের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে খালিদ মাহমুদ বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে, যা সারা বিশ্ব অবাক দৃষ্টিতে দেখছে। শুধু দেখতে পাচ্ছে না বিএনপি জামায়াত। বিএনপি উন্নয়ন ও শান্তির বিপক্ষে, জঙ্গি-নৈরাজ্য-সন্ত্রাসের পক্ষে।’

তিনি বলেন, ‘বিএনপির রাজনীতি জনগণ বুঝে ফেলেছে, তারা জনগণ থেকে ইতোমধ্যেই বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় থাকতে হলে বিএনপিকে অবশ্যই আগামী নির্বাচনে অংশ নিতে হবে ।’

নির্বাচনকে সামনে রেখে দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে খালিদ মাহমুদ বলেন, ‘আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে আগামী নির্বাচনে কোনো শক্তিই পরাজিত করতে পারবে না। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আজ ঐক্যবদ্ধ। নিজেদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি থাকলে তার অবসান করতে হবে। নেতাকর্মীদের সঙ্গে ভালো আচরণ করতে হবে, ভালোবাসতে হবে।’

বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কঠোর বার্তা দিয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলেন, ‘আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী দলে কোনো বিশৃঙ্খলা ও কোন্দল দেখতে চান না। প্রয়োজনে কঠোর হস্তে তা দমন করা হবে।’

পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ভুমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্সের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল, শামসুল হক টুকু এমপি, মো. মকবুল হোসেন এমপি, আজিজুর রহমান এমপি, আওয়ামী লীগ নেতা মোশাররফ হোসেন, সোহেল হাসান শাহীন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিকুল ইসলাম লিটন, সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা আশিকুর রহমান সবুজ, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ইমরান সিরাজ সম্রাট প্রমুখ।

কর্মী সভা শেষে জেলার ভেড়া উপজেলায় পৌরভবনের সামনে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন খালিদ মাহমুদ।

(ঢাকাটাইমস/২৫মে/প্রতিনিধি/টিএ/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :