পুলিশ সব জায়গায় প্রশংসিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ মে ২০১৭, ২১:৪৯

জঙ্গিবাদ, মাদক ও সন্ত্রাস দমনে পুলিশ সব জায়গায় প্রশংসিত হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘দশ বছর আগের পুলিশ আর আজকের পুলিশ এক নয়। দেশ রক্ষায় জীবন বিলিয়ে দিচ্ছেন তারা।’

বৃহস্পতিবার রাতে মানিকগঞ্জ পুলিশ লাইন্স মাঠে জঙ্গিবাদ ও মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আলেম-ওলামাসহ দেশবাসীকে প্রধানমন্ত্রী ডাক দিয়েছেন। সবাই আজ সোচ্চার। এ দেশে জঙ্গিবাদের কোনো ঠাঁই নেই।’

আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, ‘হলি আর্টিজান ঘটনার মামলার অভিযোগপত্র দ্রুত সময়ের মধ্যে আদালতে দাখিল করা হবে। সেই সঙ্গে বিচার যাতে তাড়াতাড়ি শেষ হয় সে ব্যবস্থাও করা হবে।’

মাদকের ভয়াবহতা তুলে ধরে মন্ত্রী বলেন, কারাগারের ২০ ভাগ কয়েদিই হলো মাদক ব্যবসায়ী। আমরা সেই জায়গাটিতে শক্তভাবে কন্ট্রোল করছি। মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার প্রতি গুরুত্ব দেন তিনি।

পুলিশ সুপার মাহফুজুর রহমানের সমাবেশে অন্যদের মদ্যে বক্তব্য রাখেন- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন, সংসদ সদস্য মমতাজ বেগম, নাঈমুর রহমান দুর্জয়, জেলা রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম, জেলা প্রশাসক নাজমুছ সাদাত সেলিম, জেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দিন, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম।

এর আগে মানিকগঞ্জের বানিয়াজুরি পুলিশ তদন্ত কেন্দ্রের নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

(ঢাকাটাইমস/২৫মে/প্রতিনিধি/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

পালিয়ে আসা সেনাসহ ২৮৮ জনকে মিয়ানমারে ফেরত পাঠাল বিজিবি

উপজেলা নির্বাচনের প্রচারে এমপি নামলে ব্যবস্থা: ইসি আলমগীর

‘মোজাম্মেল হকের বিরুদ্ধে নেমে পরিবহন চাদাঁবাজরা সরকারের আস্থাভাজন হতে চায়’

রানা প্লাজা ধসের ১১ বছরেও ক্ষতিপূরণ পাননি, কাঁদলেন শ্রমিকরা

৬ বছরে ঈদ যাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৬৭৪, আহত ৪৭৬৫

হজযাত্রীর ভোগান্তি হলে এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ধর্মমন্ত্রী

নির্মাণাধীন ভবনে লার্ভা পেলেই কাজ বন্ধ: মেয়র তাপস 

সুষ্ঠু ভোট করতে প্রশাসনের উচ্চপদস্থদের সঙ্গে ইসির বৈঠক রবিবার

থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

মিয়ানমারে কারাভোগ শেষে ফিরলেন ১৭৩ বাংলাদেশি

এই বিভাগের সব খবর

শিরোনাম :