বাক্যর নতুন সভাপতি ওয়াহিদ, সাধারণ সম্পাদক তৌহিদ

প্রকাশ | ২৬ মে ২০১৭, ১১:১৪ | আপডেট: ২৬ মে ২০১৭, ১১:২২

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিং স((বাক্য) নতুন সভাপতি নির্বাচিত হয়েছে ডিজিকন টেকনোলজিস লিমিটেডের  ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদ শরীফ। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফিফো টেকের ব্যবস্থাপনা পরিচালক তৌহিদ হোসেন।  সম্প্রতি বাক্যর ২০১৭-২০১৯ মেয়াদের নির্বাচনে ১২ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়।

কার্যনির্বাহী পরিষদের অন্যান্য নির্বাচিত সদস্যগণ হলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে টাইমস এএসএল লিমিটেডর মো. আবুল খায়ের, ভাইস প্রেসিডেন্ট পদে ইমার্জিন কমিউনিকেশনস লিমিটেড জামাল উদ্দিন আহমেদ, যুগ্ন সাধারণ সম্পাদক পদে ইম্পেল সার্ভিস অ্যান্ড সলিউশনস লিমিটেডের মোহাম্মদ আমিনুল হক, আর্থ সম্পাদক পদে সার্ভিস সলিউশনস লিমিটেডের তানভীর ইব্রাহিম। পরিচালক পদে নির্বাচিত অন্যান্য সদস্যগণ হলেন সিপরোকো কম্পিউটারস লিমিটেডের সাফকাত হায়দার, উইনটেল লিমিটেডের ফয়সাল আলিম, মাই আউটসোর্সিং লিমিটেডের মো. তানজিরুল বাসার, হেলো ওয়ার্ল্ড কমিউনিকেশন লিমিটেডের মোহাম্মদ মেজবাহ উদ্দীন, ইভা টেলিকমিউনিকেশন এর সামা মাহজাবিন আলম এবং নোবেল আইটি  সলিউশন  এর মো. ফজলুল হক।

বাক্যর এই নবনির্বাচিত পরিষদ বাংলাদেশের তথ্য- প্রযুক্তি সেক্টরে সর্বোত্তম কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিসহ দেশে-বিদেশে এদেশের বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) শিল্পের অবস্থান সুদৃঢ়করণ তথা বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে কার্যকরী ভূমিকা রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন ।

(ঢাকাটাইমস/২৬মে/এজেড)