রমজানকে স্বাগত জানিয়ে পাকুন্দিয়ায় র‌্যালি

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ মে ২০১৭, ১৫:১৭
অ- অ+

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বর্ণ্যাঢ্য র‌্যালি করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার বিকালে পাকুন্দিয়া বাজার জামে মসজিদ চত্বর থেকে মিছিলটি বের হয়ে পৌরসদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন পাকুন্দিয়া উপজেলা সেক্রেটারি মাওলানা ক্বারি তোফায়েল আহমদের নেতৃত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা সভাপতি ছাত্রনেতা জোবায়ের আহমদ।

বিশেষ অতিথি ছিলেন পাকুন্দিয়া উপজেলা ইসলামী আন্দোলনের অর্থ সম্পাদক উবায়দুল্লাহ বিল্লাল, উপজেলা মুজাহিদ কমিটির সভাপতি জুলফিকার আলি, সেক্রেটারি রিয়াজ উদ্দিন, ইশা ছাত্র আন্দোলনের সভাপতি সাকিবুল হাসানসহ অন্যান্য নেতারা।

উপজেলা ইশা ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক শেখ মুহাম্মদ নূরুল জান্নাত মান্নার সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘রমজানের পবিত্রতা রক্ষা করা সব মুসলমানের ইমানি দায়িত্ব।’ দিনের বেলা রেস্তোরাঁ বন্ধ রাখতে মালিকপক্ষকে আহ্বান জানান তিনি। পবিত্র এ মাসে সবাইকে আত্মগঠনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভের আহ্বানও জানান এই নেতা।

(ঢাকাটাইমস/২৬মে/জেবি)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চার ঘন্টার পরই জামিনে মুক্ত আল্লু অর্জুন
নিজ স্বার্থেই সংখ্যালঘুদের সুরক্ষা দেবে বাংলাদেশ: লোকসভায় জয়শঙ্কর
অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কোনো সুযোগ নেই: জোনায়েদ সাকি 
অন্তর্বর্তী সরকার একটি উন্নত, সমৃদ্ধ ও সুশাসিত বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ: প্রধান উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা