স্বাধীনতার পক্ষে এগিয়ে চলছে ঢাকাটাইমস

প্রকাশ | ২৬ মে ২০১৭, ১৬:২৪ | আপডেট: ২৬ মে ২০১৭, ১৬:৫৮

ব্যুরো প্রধান, বরিশাল

‘দিন দিন মানুষ অনলাইন সংবাদমাধ্যমের ওপর নির্ভরশীল হচ্ছে। তরুণ প্রজন্মের যারা রয়েছেন, তারা জানতে চায়- তাৎক্ষণিক সংবাদ। শুধু তরুণরা নয়, আমাদের অবস্থাও এক। যে কারণে আমাদের দেশে বাড়ছে মানসম্মত অনলাইন নিউজপোর্টালের চাহিদা। শত চাহিদার মধ্যেও ঢাকাটাইমস একটি উৎকৃষ্ট সংবাদমাধ্যম। বস্তুনিষ্ঠ সংবাদ এবং সংবাদ পরিবেশনের ধরণ সবার থেকে আলাদা।’

বরিশালে মূলধারার অন্যতম শীর্ষ অনলাইন নিউজপোর্টাল ঢাকাটাইমস’র পঞ্চম বর্ষপূর্তি পালন উপলক্ষে শুক্রবার বেলা সাড়ে ১১টায় কেক কাটার আগে এক আলোচনা সভায় এ কথা বলেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান খান স্বপন।

তিনি বলেন, ঢাকাটাইমস প্রতিষ্ঠার পাঁচ বছর পার করলেও মফস্বলে এ নিউজ পোর্টালটির আনাগোনা কম ছিল। গত কয়েক বছর ধরে এ পোর্টালটি অনেক সুনাম অর্জন করেছে ভালো কাজের মাধ্যমে। তিনি পোর্টালটির সম্পাদককে মফস্বলে কাজের মাত্রা বাড়ানোর জন্য আরো বেগবান হওয়ার আহ্বান জানান।

শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন বলেন, দীর্ঘদিন ধরে স্বাধীনতার পক্ষে কাজ করছে ঢাকাটাইমস। আমি প্রতিদিন রাতে ঘুমাবার আগে বরিশালের সর্বশেষ এবং আকর্ষণীয় সংবাদ পড়তে ঢাকাটাইমস ভিজিট করি। আমার প্রত্যাশা, বরিশালকে দেশবাসীর কাছে তুলে ধরতে আরো বেশি বেশি কাজ করবে জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল ঢাকাটাইমস।

বর্ষপূতি অনুষ্ঠানের আলোচনা সভায় বরিশাল রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি ও ৭১ টেলিভিশনের বরিশাল অফিস প্রধান বিধান সরকার অপরাধ, অসঙ্গতি, জনদুর্ভোগ ও মানুষের কল্যাণে ঢাকাটাইমসকে নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানান।

ইউনিটির সাধারণ সম্পাদক এটিএম কামরুল আহসান বলেন, পাঁচ বছর আমার কাছে বেশি সময় নয়। এ স্বল্প সময়ে সুনাম নিয়ে আসা আসলেই শক্ত কাজ। যেটা পেরেছে ঢাকাটাইমস টিম। শুভেচ্ছা ঢাকাটাইমস পরিবারকে।

সভায় রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি নজরুল বিশ্বাস ঢাকাটাইমস যাতে করে আরো এগিয়ে যেতে পারে, সে লক্ষ্যে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, বরিশালে বর্তমান প্রতিনিধি নিয়োগের পর থেকেই ঢাকাটাইমস আমি সব সময় ভিজিট করি। তো সেখানে স্বাধীনতার পক্ষের শক্তি কাজ করে বলে আমার ধারণা। দেশের আদর্শকে বক্ষে ধারণ করেই এগিয়ে যাবে ঢাকাটাইমস- এটাই প্রত্যাশা।

বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক বাপ্পী মজুমদারের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে ছিলেন- আরটিভির বরিশাল প্রতিনিধি আলী জসিম, সিনিয়র ফটো সাংবাদিক শামীম আহম্মেদ, বাংলাদেশ টেলিভিশনের বরিশাল প্রতিনিধি গাজী শাহ্ রিয়াজ, সাংবাদিক বেলায়েত বাবলু, চ্যানেল ২৪ এর বরিশাল অফিস প্রধান কাওছার হোসেন রানা (প্রাচুর্য্য রানা), কালের কন্ঠ বরিশাল অফিসের স্টাফ রিপোর্টার মইনুল ইসলাম সবুজ, যায়যায়দিন’র বরিশাল ব্যুরো প্রধান আরিফুর রহমান, ৭১ টেলিভিশনের ক্যামেরা পার্সন জসিম উদ্দিন, যমুনা টেলিভিশনের বরিশাল অফিস প্রধান কাওছার হোসেন, ডিবিসি নিউজের বরিশাল ব্যুরো প্রধান অপূর্ব অপু, বৈশাখী টেলিভিশনের বরিশাল প্রতিনিধি মিথুন সাহা, বাংলা নিউজ’র স্টাফ করেসপন্ডেন্ট মুশফিক সৌরভ, মাইটিভির ক্যামেরা পার্সন প্রদীপ উকিল, গাজী টিভির ক্যামেরা পার্সন অমল দাস, বরিশাল সময় পত্রিকার চিফ রিপোর্টার মর্জিনা বেগম, নিউজ ২৪ এর ক্যামেরা পার্সন শাহীন সুমন, ডি নিউজের বরিশাল প্রতিনিধি কেএম নয়ন, স্থানীয় পত্রিকা বরিশালের কথার বার্তা সম্পাদক এম জুয়েল, যমুনা টেলিভিশনের ক্যমেরা পার্সন আনিসুর রহমান, ফটো সাংবাদিক কেএম উজ্জ্বল, টিটু দাস, এনামিন রাসেল, আলামিন সাগর, আজকের পরিবর্তনের স্টাফ রিপোর্টার সিদ্দিকুর রহমান জনি, দৈনিক দখিনের মুখের কোর্ট রিপোর্টার মেহনাজ রাব্বি, বরিশাল প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার শাকিল মাহামুদ প্রমুখ।

আলোচনা সভা শেষে কেকে কেটে জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল ঢাকা টাইমস’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন বরিশালের সাংবাদিকরা।

(ঢাকাটাইমস/২৬মে/টিটি/এলএ)