সমুদ্র সৈকত থেকে ৩০ বস্তা ঝিনুক জব্দ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ মে ২০১৭, ১৭:৩০

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া সমুদ্র সৈকত এলাকা থেকে বিপুল পরিমাণ সামুদ্রিক শামুক-ঝিনুক জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। তবে এসময় কাউকে আটক করতে পারেনি।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে কক্সবাজার পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে প্রায় ৩০ বস্তা শামুক-ঝিনুক জব্দ করে।

কক্সবাজার দক্ষিণ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম বলেন, টেকনাফের বাহারছড়া কচ্ছপিয়া এলাকায় কিছু ব্যক্তি সমুদ্র সৈকত থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করছে এমন গোপন সংবাদ পেয়ে তার নেতৃত্বে পরিবেশ অধিদপ্তরের একটি টিম শুক্রবার সকালে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় তাদেরকে দেখে শামুক-ঝিনুক সংগ্রহকারী কয়েকজন লোক পালিয়ে যায়। পরে সমুদ্র সৈকত ও তীরে তল্লাশি চালিয়ে প্রায় ৩০ বস্তা শামুক-ঝিনুক উদ্ধার করা হয়। যার ওজন ৯ টন। সেগুলো পরিবেশের কার্যালয়ে রাখা হয়েছে।

এই কর্মকর্তা বলেন, এই এলাকায় সামুদ্রিক শামুক ঝিনুক সংগ্রহ এবং বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ থাকলে একটি চক্র দীর্ঘ দিন ধরে সমুদ্র সৈকত থেকে এ সামুদ্রিক ঝিনুক সংগ্রহ করে পরিবেশের ক্ষতি করছে। এ ঘটনায় ওই এলাকায় মো. ইলিয়াছ, মো. রফিক, মো. রুবেল ও মো. জোবাইরকে আসামি করে পরিবেশ আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৬মে/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :