রূপগঞ্জে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে কুপিয়ে জখম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ মে ২০১৭, ১৮:৩৬
অ- অ+

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জামিনে বেরিয়ে এসে নাজমুল হাসান নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে স্থানীয় সন্ত্রাসীরা আবারো কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় সন্ত্রাসীরা বাড়ি-ঘর ভাঙচুর করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি করেছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

শুক্রবার দুপুরে উপজেলার ভোলাব এলাকায় এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীর বাবা সিরাজুল ইসলাম চান জানান, তার ছেলে নাজমুল হাসান স্থানীয় সলিমদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। অভাবের সংসারে নাজমুল হাসান প্রাইভেট পড়ানোর টাকা দিয়ে নিজের লেখাপড়ার খরচসহ সংসারের খরচও চালাতে হয়। তার প্রাইভেট পড়ানোর আয় দিয়েই উপরই তাদের পুরো সংসার চলে। গত ৫ মাস আগে একই এলাকার সন্ত্রাসী শামীম, মামুন, আল-আমিন, তারা মিয়া, হোসনেআরা বেগম মিলে নাজমুল হাসানকে প্রকাশ্যে কুপিয়ে গুরুতর জখম করেছিল। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা করা হয়। পরে সন্ত্রাসীরা জামিনে বেরিয়ে এসে দীর্ঘ দিন ধরে সিরাজুল ইসলামকে মামলা তুলে নেয়ার জন্য বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিয়ে আসছিল। দুপুরে ওই সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সিরাজুল ইসলামের বাড়িতে অতর্কিতভবে প্রবেশ করে গালিগালাজ শুরু করে। এর প্রতিবাদ করলে সন্ত্রাসীরা ছেলে নাজমুল হাসানকে রাম-দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।

ব্যাপারে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়োর করা হয়েছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।

(ঢাকাটাইমস/২৬মে/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিজয় দিবসে ঢাকা মহানগর ছাড়া সারা দেশে বিএনপির র‌্যালি
১৬ বছরের দুঃশাসন শেষ হতে ১৬ দিন লাগেনি: অসীম
মঈন খানের বাসভবনে ব্রিটিশ হাইকমিশনারের মধ্যাহ্ন ভোজ
বিএনপি ক্ষমতায় গেলে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য আলাদা অধিদপ্তর করা হবে: তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা