মুশফিকের বাবার বিরুদ্ধে হত্যা মামলা: বিচার চাইলেন ইনু

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ মে ২০১৭, ২০:৫২ | প্রকাশিত : ২৬ মে ২০১৭, ২০:২৪

বগুড়ায় স্কুলছাত্র মাশুক ফেরদৌস হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন জাসদ সভাপতি ও তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেছেন, ‘আমি সমাজে ও রাজনীতিতে খুনোখুনি বন্ধ করতে চাই, ক্ষমতা দখলের জন্য যারা মানুষ পুড়িয়ে হত্যা করে তাদের বিচার চাই। আমি বগুড়ার স্কুলছাত্র মাশুক খুনের বিচার চাই। সমাজে ও রাজনীতিতে যত খুন হয়েছে তার বিচার চাই।’

জাসদ নেতা ইমদাদুল হক ইমদাদের ছেলে মাশুককে হত্যার প্রতিবাদে বগুড়া শহরতলীর মাটিডালী এলাকায় জেলা জাসদ আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে ইনু এই বিচার দাবি করেন।

গত ১৩ মে রাত সাড়ে ৮টায় শহরতলীর মাটিডালী এলাকায় স্কুলছাত্র মাশুক ফেরদৌসকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়। এঘটনায় নিহতের বাবা ক্রিকেটার মুশফিকুর রহিমের বাবা আব্দুল হামিদ তারাসহ ১৬ জনের নামে থানায় হত্যা মামলা করেন। হত্যার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ নিহত মাশুকের এক বন্ধুকে গ্রেপ্তার করেছে।

ইনু বলেন, ‘হত্যা মামলা কখনও তামাদি হয় না, যার প্রমাণ ১৯৭১ সালের খুনিদের বিচার করেছে শেখ হাসিনার সরকার। বগুড়ার পুত্রবধূ (খালেদা) ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর খুনিদের মাফ করে দিয়েছিল, তাদেরকে পাশে নিয়ে রাজনীতি করেছেন, কিন্তু ধর্মের কল বাতাসে নড়ে। তাদের বিচার হয়েছে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘বগুড়ার সন্তান জিয়া, কিন্তু তার হাতে রক্তের দাগ আছে, নিরাপরাধ পঙ্গু মানুষকে তিনি ফাঁসিতে ঝুলিয়েছেন। কিন্তু তিনিও পার পাননি, গুলিতে তার বুক ঝাঁঝড়া হয়েছিল।’

স্কুলছাত্র মাশুকের খুনিদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারাও পার পাবেন না। আপনাদেরকেও বিচারের মুখোমুখি হতে হবে।’

পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘নিরপেক্ষ কাজ করুন, সরকার আপনারদের পাশে আছে।’

বগুড়া জেলা জাসদের সহ-সভাপতি ইকবাল হোসেন রতনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় নিহত স্কুলছাত্র মাশুকের বাবা ইমদাদুল হক ইমমাদ ছাড়াও বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ ও জয়পুরহাট জেলার জাসদ নেতারা বক্তব্য রাখেন।

(ঢাকাটাইমস/২৬মে/প্রতিনিধি/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :