চট্টগ্রামে সাত লাখ প্রিপেইড মিটার স্থাপনের নির্দেশ

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ মে ২০১৭, ২১:১৩

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ২০১৮ সালের মধ্যে বন্দর নগরীতে সাত লাখ প্রিপেইড মিটার স্থাপনের জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। প্রতিমন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে গোটা দেশের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা প্রিপেইডের আওতায় আনা হবে।

শুক্রবার নগরীর চার সরবরাহ ও বিতরণ বিভাগের প্রিপেইড মিটারিং ভেন্ডিং স্টেশন উদ্বোধনকালে এ নির্দেশ দেন প্রতিমন্ত্রী। মন্ত্রণালয়ের আগ্রাবাদ প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নসরুল হামিদ বলেন, বিদ্যুৎ মন্ত্রণালয়ের চ্যালেঞ্জ হচ্ছে- নিরবচ্ছিন্ন বিদ্যুৎ বিতরণ ও মাসের শেষে গ্রাহকদের কাছে বিল পৌঁছানো।

প্রিপেইড মিটারিং সিস্টেম চালুর প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, এই ব্যবস্থা গ্রাহকদের ভোগান্তি কমাতে অন্যতম ভূমিকা পালন করবে। তিনি বলেন, প্রিপেইড মিটারে সরকারের রাজস্ব বাড়বে এবং সেবার মানও উন্নত হবে।

নসরুল হামিদ বলেন, দেশ লোডশেডিং মুক্ত হয়েছে। এখন আমাদের লক্ষ্য হচ্ছে সেবার মান উন্নত করা।

চট্টগ্রাম পিডিবির প্রধান প্রকৌশলী প্রবীর কুমার সেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সচিব আহমেদ কায়কাউস ও সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তৃতা করেন।

(ঢাকাটাইমস/২৬মে/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বন্দর নগরী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :