ফরিদপুরে প্রাইভেটকারসহ ফেনসিডিল জব্দ
ফরিদপুরের মধুখালী থেকে ৬শ বোতল ফেনসিডিল এবং একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে উপজেলার নওয়াপাড়া থেকে এসব জব্দ করা হয়।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, দুপুরে গোপন সংবাদে পুলিশের একাধিক দল অভিযানে নামে। প্রায় দুই ঘণ্টা অভিযান শেষে উপজেলার নওয়াপাড়া থেকে একটি প্রাইভেটকার জব্দ করা হয়। পুলিশ গাড়ি তল্লাশি চালিয়ে চারটি বস্তার ভেতর থেকে ৬শ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
তিনি জানান, গাড়িচালক পুলিশ উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তবে ওই চালককে আমরা শনাক্ত করতে পেরেছি।
ওসি জানান, এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।
(ঢাকাটাইমস/২৬মে/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন