গাজীপুরে তিন ভুয়া ডিবি পুলিশ আটক

প্রকাশ | ২৭ মে ২০১৭, ১৫:৪৭

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে তিন ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে পুলিশ। এ সময় অপহরণের শিকার একজনকে উদ্ধার করা হয়। এছাড়া কালিয়াকৈরে আলাদা অভিযানে ১৩৭টি ধাতব মুদ্রা উদ্ধার করা হয়।

আটকরা হলেন নেত্রকোনার দুর্গাপুর থানার কামারখালী গ্রামের মো. রুবেল পাঠান, গাজীপুরের জয়দেবপুর থানার দক্ষিণ সালনার আব্দুল মোমেন, জয়দেবপুর থানার কাথুরা এলাকার শাহিদুল ইসলাম।

শনিবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে করে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি জানান, কতিপয় দুষ্কৃতিকারী নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে জয়দেবপুর থানার গিলাগাছিয়া গ্রামের খন্দকার মজিবুর রহমানকে শুক্রবার বিকালে অপহরণ ঢাকায় নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল চান্দনা চৌরাস্তার পুলিশ বক্সের সামনে গাড়িটি আটক করে। এ সময় অপহৃত মজিবুর রহমানকে উদ্ধার করা হয়। এবং এর সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়।

অন্যদিকে একই দিন কালিয়াকৈর উপজেলার সদরের বাজারের পালবাড়ী দিপংকর পালের টয়লেটের সেপটিক ট্যাংকির পাশে মাটি খুঁড়ে ১৩৭টি রৌপ্যর ধাতব মুদ্রা উদ্ধার করা হয়।

ঢাকাটাইমস/২৭মে/প্রতিনিধি/এমআর