গাজীপুরে অবৈধ দোকানপাট উচ্ছেদ

প্রকাশ | ২৭ মে ২০১৭, ১৬:৫৪

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

রমজান মাসে জনদুর্ভোগ লাঘব এবং যাত্রী হয়রানি রোধে গাজীপুরে বিভিন্ন সড়ক মহাসড়ক ও গুরুত্বপূর্ণ এলাকায় অবৈধ ভাসমান দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।

শনিবার দুপুরে জেলা পুলিশের উদ্যোগে নগরের শিববাড়ি ও চান্দনা চৌরাস্তা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদের নেতৃত্বে উচ্ছেদ অভিযানে পুলিশ ও কমিউনিটি পুলিশের সদস্যরা অংশ নেন।

এসময় পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ জানান, আসন্ন রমজান মাসে রাস্তার ওপরে, রাস্তার মধ্যে কোন দোকান পাট ও হকার বসতে দেয়া হবে না। এ লক্ষ্যেই আজকের এ অভিযান। পুরো রমজান মাসে ৫২টি মোটরসাইকেল টহল টিমসহ পুলিশ ও কমিউনিটি পুলিশ সদস্যরা চাঁদাবাজি ও সন্ত্রাসরোধে কাজ করবে।

(ঢাকাটাইমস/২৭মে/প্রতিনিধি/এলএ)