জামালপুরে জুয়াড়ি আটকের প্রতিবাদে পরিবহন ধর্মঘট
জামালপুরে জুয়ার আসর থেকে শহরে হোটেল শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি ও পরিবহন নেতাসহ ১২ জনকে আটকের প্রতিবাদে ছয় ঘণ্টা পরিবহন ধর্মঘট শুরু করেছেন শ্রমিকরা। হঠাৎ পরিবহন ধর্মঘটের ডাক দেয়ায় সারাদেশের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে চরম বিপাকে পড়েন যাত্রীরা।
পরে আসন্ন রমজানকে কেন্দ্র করে পুলিশ প্রশাসন ও পরিবহন নেতাদের সমঝোতায় ছয় ঘণ্টা অবরোধের পর বেলা ১২টায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন।
পরিবহন শ্রমিকের একাধিক নেতা জানিয়েছেন, শুক্রবার গভীররাতে হোটেল শ্রমিক ইউনিয়ন অফিসে জুয়া খেলা অবস্থায় ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ হোটেল ও পরিবহনের ১২ জন শ্রমিক নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনার প্রতিবাদে ভোর ৫টা থেকে পরিবহন ধর্মঘটের ডাক দেয়ায় পাশপাশি শহরের প্রবেশ পথগুলোতে ব্যারিকেট দেন পরিবহন শ্রমিকরা। হঠাৎ পরিবহন ধর্মঘটে ডাক দেয়ায় সারা দেশের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে চরম বিপাকে পড়ে যাত্রীরা। এছাড়া শহরের বিভিন্ন পয়েন্টে ব্যারিকেট সৃষ্টি করায় চরম দুর্ভোগের শিকার হয়েছেন পথচারীরা।
(ঢাকাটাইমস/২৭মে/প্রতিনিধি/জেবি)
মন্তব্য করুন