লালমনিরহাটে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে নিহত ২

লালমনিরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ মে ২০১৭, ১৮:০২
ফাইল ছবি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে নিচে পড়ে দুই শ্রমিক মারা গেছেন। শনিবার বেলা ১১টার পর উপজেলার তুষভান্ডার ইউনিয়নের চৌধুরী মোড়ের জামবাড়ি মসজিদের সেপটিক ট্যাংকের কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার তুষভান্ডার ইউনিয়নের চৌধুরী মোড়ের জামবাড়ি এলাকার রমজান আলীর ছেলে লিয়াকত আলী (৪০) ও একই এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে আনারুল ইসলাম (৩৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, জামবাড়ি জামে মসজিদের সেপটিক ট্যাংকের ময়লা পরিষ্কার শেষে উঠতে গিয়ে শ্রমিক লিয়াকত আলী নিচে পড়ে যান। পরে তাকে উদ্ধার করতে গিয়ে অপর শ্রমিক আনারুল ইসলাম ট্যাংকে নামলে তিনিও আটকে পড়েন। পরে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহসান হাবীব হাসপাতালে আসার আগে তাদের মৃত্যু বিষয়টি নিশ্চিত করেন।

কালীগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের খবরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।

(ঢাকাটাইমস/২৭মে/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :