বেয়ালমারীতে কীটনাশক পানে স্কুলছাত্রীর আত্মহত্যা
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় কীটনাশক পানে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। তার নাম রুখসানা (১৫)। শনিবার সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত রুখসানা উপজেলার ময়না গ্রামের আকবার শেখের মেয়ে এবং ময়না এসি বোস ইন্সটিটিউটের ১০শ্রেণির ছাত্রী।
থানা ও পরিবার সূত্রে জানা যায়, রুখসানা শুক্রবার রাত ১২টার দিকে নিজ বাড়িতে কীটনাশক খায়। পরে পরিবারের লোকজন তাকে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানেই সে মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
(ঢাকাটাইমস/২৭মে/প্রতিনিধি/ইএস)
মন্তব্য করুন