দেশের মানুষ খালেদার ফাঁদে পা দেবে না: এলজিআরডি মন্ত্রী

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ মে ২০১৭, ২০:০২

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন বিএনপির রূপকল্প-২০৩০ এর সমালোচনা করে বলেছেন, ‘যে উন্নয়ন ২০২১ সালে বাস্তবায়িত হবে- তা খালেদা জিয়া ২০৩০ সালে নিয়ে ঠেকাতে চান। দেশের মানুষ বোকা নয় যে, তাদের এই ফাঁদে পা দেবে।’

শনিবার বিকালে ফরিদপুর জেলা শহরতলীর পিএনপি ঘাট এলাকায় এক জনসভায় এলজিআরডি মন্ত্রী এসব কথা বলেন।

সদর উপজেলার দীঘিরচর নর্থ ক্যানেল ও আলিয়াবাদ ইউনিয়নের ৫১৮ পরিবারের মাঝে ৯০ লাখ ৬৫ হাজার টাকা ব্যয়ে সোলার প্যানেল বিতরণ উপলক্ষে এ সভার আয়োজন করা হয়। এই প্রকল্প বাস্তবায়ন করছে দুর্যো ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই অতীতের যেকোনো সময়ের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। মানুষের আর্থিক সচ্ছলতা ফিরে আসছে।’

চরাঞ্চলের মানুষের কাছে আবারো নৌকায় ভোট চেয়ে তিনি বলেন, ‘সরকার সোলার প্যানেলের মাধ্যমে এই চরাঞ্চলকে আলোকিত করেছে। এই এলাকার শিক্ষার্থীরা এখন বিদ্যুতের আলোয় পড়াশোনা করতে পারবে। উন্নয়নের এ ধারাবাহিকতা অব্যাহত আগামী নির্বাচনেও নৌকায় ভোট আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।’

স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এই জনসভায় বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত, জেলা পরিষদ চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাজমুল ইসলাম লোদী, সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, কোতয়ালী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম চৌধুরী প্রমুখ।

(ঢাকাটাইমস/২৭মে/প্রতিনিধি/এলএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :