ফরিদপুরের কানাইপুর বাজারে আগুন
ফরিদপুরের কানাইপুর বাজারের স্কুল মার্কেটে আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ আগুন লাগে।
প্রত্যক্ষদর্শী স্কুলশিক্ষক জাহিদুল ইসলাম জানান, বাজারের সাদিয়া মোটরসের দুইটি ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন ধরে। তিনি বলেন, এই ঘটনার পরে ফরিদপুর ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেয়া হলে তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
সাদিয়া মোটর্সের মালিক সিরাজুল ইসলাম জানান, তারাবি নামাজের জন্য ৮টার পরে দোকান দুইটি বন্ধ করে দেই। আগুন লাগার পর খবর পেয়ে কানাইপুরে ছুটে আসি।
তিনি বলেন, দোকানে অটো পার্সের মালামাল ও ব্যাটারিসহ বিভিন্ন যন্ত্র অংশ ছিল। তিনি বলেন, আমার দোকানে ৩০ লাখ টাকার অধিক মালামাল ছিল।
ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার সাইফুজ্জামান জানান, আগুন নিয়ন্ত্রণে দুই ইউনিট কাজ করছে। আশা করি, ঘন্টাখানেক সময়ের মধ্যে নিয়ন্ত্রণে আসবে।
(ঢাকাটাইমস/২৭মে/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন