ফরিদপুরে অজ্ঞাত যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
ফরিদপুরের সদর উপজেলার হঠাৎবাজার এলাকায় হাত-পা বাঁধা অজ্ঞাত এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সকালে বেড়িবাঁধের পাশ থেকে এ মরদেহ উদ্ধার করে কোতয়ালি থানা পুলিশ। যুবকের মাথায় লাগার গুলির চিহ্ন আছে।
স্থানীয় এলাকাবাসী জানান, তারা হঠাৎবাজার এলাকার বেড়িবাঁধের পাশে হাত-পা বাঁধা ওই যুবকের মাথায় গুলিবিদ্ধ লাশ দেখতে পেয়ে পুলিশ কে খবর দেন।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক মো. বেলাল হোসেন জানান, নিহত ওই যুবককে কাছ থেকে গুলি করে হত্যা করে পাশেই বেড়িবাঁধের নিচে ফেলে দেওয়া হয়েছে। এসময় লাশের পাশ থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় তাকে মেরে ফেলে রাখা হয়েছে অপেক্ষাকৃত নির্জন ওই এলাকায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করছে।
(ঢাকাটাইমস/২৮মে/প্রতিনিধি/ইএস)
মন্তব্য করুন