যানজট নিরসনে চট্টগ্রামে বিশেষ ট্রাফিক পুলিশ
রমজান মাসে যানজট নিরসনে চট্টগ্রাম মহানগরীর ৫৮টি স্পটে বিশেষ ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে। আজ ২৮ মে রবিবার সকাল থেকে এই ট্রাফিক পুলিশ মোতায়েন করে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।
চট্টগ্রাম মহানগর ট্রাফিক বিভাগ সূত্র জানায়, উত্তর ও বন্দর জোনে বিভক্ত নগরীর ট্রাফিক বিভাগ। বিভাগের ১৬ থানার ৫৮টি ¯পটে দুই জোনের মধ্যে ট্রাফিকের ডিসি, এডিসি, এসি ছাড়াও ১৬ জন টিআই, ১১৬ জন সার্জেন্ট, এএসআই, এটিএসআই, কনস্টেবলসহ মোট ৮৮৩ জন দায়িত্বপালন করবেন। তাছাড়া আর্ম পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) থাকবেন পাঁচ জন।
চট্টগ্রামের ডিসি ট্রাফিক (উত্তর) মো. সুজায়েত ইসলাম বলেন, আজ রবিবার থেকে মাসব্যাপী রমজান ও ঈদ-উল-ফিতর উপলক্ষে চট্টগ্রাম উত্তর জোনসহ নগরীতে ট্রাফিক যানজট মুক্ত রাখার জন্য ইতোমধ্যে আমরা কাজ শুরু করেছি। সকাল থেকে থানাসহ বিভিন্ন ¯পটে টিআই, সার্জেন্টসহ ট্রাফিক বিভাগের দায়িত্বশীলরা মাঠে নেমেছে।
সূত্র জানায়, চট্টগ্রাম ট্রাফিক বিভাগের উত্তর ও বন্দর জোনের ¯পটগুলো হচ্ছে কোতোয়ালি থানায় ৭টি, বাকলিয়াতে ৩টি, খুলশীতে ৬টি, পাচঁলাইশে ৬টি, চকবাজারে ৫ টি, চান্দঁগাওয়ে ২টি, বায়েজিদে ১টি, সদরঘাটে ২টি। বন্দর জোনের ৮টি থানার ২৬টি ¯পটের মধ্যে আকবর শাহ থানায় ২টি ¯পট, বন্দরে ৮টি, পাহাড়তলীতে ৪টি, ডবলমুরিং এ ৫টি, পতেঙ্গায় ২টি, ইপিজেটে ২টি, হালিশহরে ২টি এবং কর্ণফূলী থানায় ১টি।
সুজায়েত ইসলাম ঢাকাটাইমসকে জানান, প্রতিটি থানায় একজন করে টিআইদের মনিটরিং ও সার্জেন্টরা দায়িত্ব পালন করবেন। প্রতিটি এলাকায় থাকবে মার্কেটগুলোর মনিটরিং, যত্রতত্র গাড়ি পার্কিং যাতে করতে না পারে সেই বিষয়েও নজরদারি রাখবে ট্রাফিক বিভাগের দায়িত্বশীলরা।
(ঢাকাটাইমস/২৮মে/আইকে/ইএস)
মন্তব্য করুন