ফরিদপুরে আ.লীগের দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ মে ২০১৭, ১৪:২২

ফরিদপুরের সালথা উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। তার নাম ছরো মাতবর (৩৬)। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৫জন।

রবিবার সকালে উপজেলার গট্টি ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ছরো মাতবর লক্ষণদিয়া গ্রামের মৃত. স্বাধীন মাতবরের ছেলে।

স্থাণীয়রা জানান, রবিবার সকালে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সদ্য আওয়ামী লীগে যোগদানকারী বর্তমান ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলুর সমর্থকদের সাথে একই এলাকার আওয়ামী লীগ নেতা হাফিজুল মাতুব্বরের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ছরো মাতবরের (৩৬) মৃত্যু হয়।

হাফিজুলের পিতা হাজী তেহার উদ্দিন মাতুব্বরকে সম্প্রতি লাভলুর (বর্তমান চেয়াম্যান) লোকজন গুলি করে মেরে ফেলেছে বলে অভিযোগ রয়েছে। তিনি সালথা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।

এসময় অন্তত পাঁচটি বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর করা হয় এবং চারটি ঘরে অগ্নিসংযোগ করা হয়।

নগরকান্দার সহকারী পুলিশ সুপার (এএসপি) এফ এম মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

(ঢাকাটাইমস/২৮মে/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :