বরগুনায় হাত-পা বাঁধা লাশ উদ্ধার
বরগুনার পাথরঘাটায় অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলা পরিষদের পুকুরের ঘাটলার নিচ থেকে হাত-পা বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
তবে লাশটির কোন পরিচয় জানাতে পারেনি পুলিশ।
পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম. জিয়াউল হক বলেন, উপজেলা পরিষদের পুকুরপাড় থেকে দুর্গন্ধ আসলে এলাকার লোকজন আশপাশে খোঁজাখুঁজি করলে ঘাটলার নিচে একটি মরহেদ ভাসতে দেখে। পরে প্রত্যক্ষদর্শীরা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করা হয়।
তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
(ঢাকাটাইমস/২৮মে/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন