লাইফগার্ড ছাড়া ডুবে যাচ্ছে প্রিয়াঙ্কার বেওয়াচ

তাজরিন জাহান তারিন, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ মে ২০১৭, ১৫:৫২

অনেক প্রত্যাশা থাকার পরেও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে প্রিয়াঙ্কার হলিউডের প্রথম ছবি বেওয়াচ। দেখে মনে হচ্ছে ছবির গল্পের মত ছবি বক্স অফিসে বাঁচাতেও একজন লাইফগার্ডের প্রয়োজন।অ্যাকশন কমেডি এই ছবিতে ডোয়াইন জনসন, জ্যাক এফ্রোনের মত বড় তারকা থাকা সত্ত্বেও বক্স অফিসে গত ২ দিনে হতাশাজনক উদ্বোধন হয়েছে।সঙ্গে নেগেটিভ রিভিউ তো রয়েছেই। ইন্ড্রাস্টির প্রত্যাশা থাকার পরে ও গত দুদিনে ছবিটি ইউ এস বক্স অফিসে মাত্র ১০.৬ মিলিয়ন ডলার আয় করেছে।উদ্বোধনের তৃতীয় দিন প্রত্যাশা করা হয়েছিল ২৫ মিলিয়ন ডলার আয় হবে।ডোয়াইন জনসনের মত তারকা যে ছবিতে আছে সেখানে এই প্রত্যাশা খুব কমই বলে ধরে নেয়া যায়। সম্প্রতি মুক্তি পাওয়া রকের সিনেমাগুলো দ্যা ফেট অফ দ্যা ফিউরিয়াস, ফিউরিয়াস ৭, মোয়ানা, সেন্ট্রাল ইন্টেলিজেন্স মধ্যে বেওয়াচই সর্বনিম্ন আয় করল।

এমন কি ছবিটি চ্যানিং ট্যাটুমের সাথে করা ‘জাম্প স্ট্রীট’ মত ছবি থেকেও কম আয় করেছে। উদ্বোধনী সপ্তাহে ‘জাম্প স্ট্রীট’ ৩৫ মিলিয়ন ডলার আয় করেছিল।ফোবার্সের চলচ্চিত্র বিশেষজ্ঞ স্কট মেন্ডেলসন স্বীকার করে বলেন, ‘এমন হবে তা ভাবিনি’। তিনি আরো বলেন, ‘ হ্যাঁ, ছবিটি খুব ভাল নয়।এবং সমালোচকরা ও এটি নিয়ে সমালোচনা করবেন।কিন্তু একটা সাধারন নিয়মের মত তারকাদের কৌতুক অভিনয়গুলো দর্শক সমালোচনা ছাড়াই দেখবে।কারণ দর্শকরা কেবল দেখতে চেয়েছে তাদের হাসানোর জন্য কি পদক্ষেপ নিয়েছেন’। অন্যদিকে, জনি ডেপের ‘পাইরেটস অফ দ্যা ক্যারিবিয়ান’ ছবিটি প্রথম সপ্তাহে হলিউডের বক্স অফিসে ৭৫ মিলিয়ন ডলার আয় করেছে। বিশ্বব্যাপী ইতিমধ্যে ২৭৫ মিলিয়ন ডলার আয় করেছে। যদিও শুধু মাত্র ‘বেওায়াচই’ না ‘পাইরেটস অফ দ্যা ক্যারেবিয়ান’ ও ভাল রিভিও পায়নি।এদিকে বেওায়াচ ভারতের সিনেমা হলগুলোতে ২ জুন মুক্তি পাবে। বর্তমানে রোটেন টমেটোতে ‘বেওয়াচ’ ছবির রেটিং ১৯% রয়েছে যেখানে ‘পাইরেটস অফ দ্যা ক্যারেবিয়ানের’ রয়েছে ৩২%।

ঢাকাটাইম্‌স/২৮ মে/টিজেটি/এমইউ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :