বাংলাদেশি ঈশিতার কানাডার জাতীয় স্বীকৃতি লাভ

নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
| আপডেট : ২৮ মে ২০১৭, ১৬:১২ | প্রকাশিত : ২৮ মে ২০১৭, ১৫:৫৩
ছবিতে ডান থেকে তৃতীয় ঈশিতা আশরাফ

কানাডার ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থী ঈশিতা আশরাফ ও তার দল দেশটির বিশ্ববিদ্যালয় ও কলেজসমূহের মধ্যে অনুষ্ঠিত এক প্রতিযোগিতায় কানাডার জাতীয় স্বীকৃতি পেয়েছে। ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এই খবর দিয়েছে।

মে মাসের শুরুতে অনুষ্ঠিত ‘ফার্ষ্ট এন এ্যাক্টাস কানাডা ন্যাশনাল এক্সপোজিশন’ নামের প্রদর্শনীতে ঈশিতার ৬ সদস্যের দলের প্রকল্পের বিষয় ছিল ‘উদ্ভাবনী শক্তির মাধ্যমে নতুন সক্ষমতা অর্জন এবং উদ্যোক্তা সৃজনের মাধ্যমে টেকসই পৃথিবী গঠনে সহায়তা।’

দলটির অপর প্রকল্পের বিষয়ের নাম ছিল ‘রুটস’। যা একটি সামাজিক ব্যবসায়িক উদ্যোগ। স্থানীয় কৃষক ও আদিবাসীদের সহায়তার জন্য নেয়া এ প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীরা ক্যাম্পাসে তাজা ও পুষ্টিকর খাদ্য বাজারের খুচরা মূল্যের চেয়ে ৪০ থেকে ৬০ শতাংশ কম দামে কিনতে পারবে।

ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের লিঙ্ক: https://news.ok.ubc.ca/2017/05/26/awards-for-enactus-ubc-okanagan-in-their-first-ever-national-competition/

(ঢাকাটাইমস/২৮মে/বিইউ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :