সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ মে ২০১৭, ১৬:০১
অ- অ+

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

রবিবার বেলা সাড়ে ১১টায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ও ভোরে বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের পাচিলায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে অজ্ঞত এক ব্যক্তির মৃতদেহ সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

পুলিশ জানায়, রবিবার বেলা ১১টায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মান্নান নগর এলাকায় ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখী সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়। এসময় আহত হয় আরো দুই জন। তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

অপর দিকে ভোরে বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের পাচিলা বাজার এলাকায় রাজশাহীগামী একটি পিকআপ ভ্যানের সাথে একটি যাত্রবাহী বাসের মুখোমুখী সংঘর্ষ বাধে। এতে পিকআপ ভ্যানের চালকসহ তিন জন আহত হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাতনামা একজনের মৃত্যু হয়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/২৮মে/প্রতিনিধি/ইএস)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কোনো সুযোগ নেই: জোনায়েদ সাকি 
অন্তর্বর্তী সরকার একটি উন্নত, সমৃদ্ধ ও সুশাসিত বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ: প্রধান উপদেষ্টা
বুদ্ধিজীবীদের আদর্শের বাংলাদেশ গড়তে পারলেই তাদের আত্মত্যাগ সার্থক হবে: রাষ্ট্রপতি
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা