লক্ষ্মীপুরে বাবর হত্যার আসামিসহ পাঁচজন করাগারে

লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ মে ২০১৭, ১৬:৩৭
অ- অ+

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যুবদল কর্মী বাবর হত্যা মামলার ফাঁসি সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুস সহিদ ভুট্টুসহ (৩৬) পাঁচ আসামিকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

রবিবার দুপুরে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদে শনিবার রাতে চন্দ্রগঞ্জ থানাধীন পূর্ব জাফরপুর গ্রামের তার শ্বশুর বাড়ি থেকে ভুট্টুকে এবং পৃথক অভিযানে ছিনতাই ও ধর্ষণ মামলার আরও চার আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- চরশাহী ইউপির তিতারকান্দি গ্রামের মৃত ওলি মাঝির ছেলে আব্দুস সহিদ ভুট্টু, পূর্ব আলাদাদপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে বাবুল (২১), কালিদাসের বাগ গ্রামের দেলোয়ারের ছেলে জাকির হোসেন (২৫) ও একই গ্রামের নুরুন নবীর ছেলে শরীফুল ইসলাম রিপন (২৪) এবং শিশু ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার আসামি সাহাদাত হোসেন।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তার হোসেন জানান, ফাঁসির সাজাপ্রাপ্ত পলাতক আসামি ভুট্টু, ছিনতাইয়ের ঘটনায় তিনজন, ধর্ষণের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২৮মে/প্রতিনিধি/ইএস)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
একাত্তরের মতো ২৪-এ গণকবর দিয়েছে শেখ হাসিনা: রাশেদ প্রধান 
ন্যাশনাল ব্যাংকের আঞ্চলিক ব্যবসায়িক সম্মেলন  অনুষ্ঠিত
গাইবান্ধার চরাঞ্চলের নারী উদ্যোক্তাদের প্রকাশ্যে ঋণ দিল এনআরবিসি ব্যাংক
সুশাসন নিশ্চিত না হলে অন্তর্বর্তী সরকার গ্রহণযোগ্যতা হারাবে: মঞ্জু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা