স্লগ ওভারের দুর্বলতা ভোগাবে বাংলাদেশকে?

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৮ মে ২০১৭, ২০:২৩ | প্রকাশিত : ২৮ মে ২০১৭, ১৭:৫৮
ফাইল ছবি

গেল কয়েকটি ম্যাচের আমলনামায় চোখ বুলালে স্লগ ওভারে দুর্বল বাংলাদেশের দেখাই মিলবে। কেবল ব্যাটিংয়ে ধীরতা নয়, বোলিংয়েও অনেক রান খরচ করছে টাইগাররা। শনিবার চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতিতে পাকিস্তানের বিপক্ষে আরও একবার স্লগ ওভারের দুর্বলতা ফুটে উঠল।

ম্যাচের ৪৩.২তম ওভারে বাংলাদেশের স্কোর ছিল ৫ উইকেট ২৯৬। কিন্তু পরের ৬.৮ ওভারে বাংলাদেশের সংগ্রহ গিয়ে দাঁড়ায় ৯ উইকেটে ৩৪১ রান। মানে ৪৫ রান যোগ হয়েছে। বল হাতে অবস্থা আরও শোচনীয়। স্লগ ওভারে বোলারদের বেধড়ক পিটিয়ে ম্যাচটা বাংলাদেশের কাছ থেকে ছিনতাই করে নেন দুই তরুণ ফাহিম আশরাফ ও হাসান আলী ক্রিকেটার। ৬.৫ ওভারে ১৩.৬০ গড়ে ৯৩ রান তুলে ম্যাচটি জিতে নেয় পাকিস্তান।

তার আগে ত্রিদেশীয় সিরিজে এমন দশা দেখা যায় বাংলাদেশের। নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৪ উইকেটে হেরেছিল বাংলাদেশ। সে ম্যাচের শেষ দশ ওভারে ৬৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। অবশ্য বল হাতে সেদিন স্লগ ওভারে বাংলাদেশি বোলাররা খুব একটা রান খরচ করেননি। কারণ কিউইদের লক্ষ্য খুব কাছেই ছিল। তবুও ৭.২ ওভারে ৫৪ রান নিয়েছে নিউজিল্যান্ড।

লঙ্কান সফরেও একই চিত্র। সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে বাংলাদেশকে ৭০ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে শ্রীলঙ্কা। সেদিন আগে ব্যাট করে ২৮০ রান সংগ্রহ করে স্বাগতিক শ্রীলঙ্কা। জবাবে ২১০ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। ওই ম্যাচের শেষ পাঁচ ওভারে বাংলাদেশ দলের রান তোলার গড় একদম সাদামাটা ছিল। মাত্র ২৮ রান সংগ্রহ করেছিল টাইগাররা। বিপরীতে বল হাতে শেষ দশ ওভারে বাংলাদেশ দেয় ৭৭ রান।

এমন পরিসংখ্যান মোটেও স্বস্তিজনক নয়। যেখানে বর্তমান সময়ে স্লগ ওভারে রানের গড় থাকে টি-টোয়েন্টির মতো। বাংলাদেশ সে জায়গায় একেবারে নিষ্প্রাণ। শেষ দশ ওভারে বেশিরভাগ দলই ১০০ কিংবা কাছাকাছি রান সংগ্রহ করে। অথচ বাংলাদেশ তার ধারে কাছেও যেতে পারছে না। অপরদিকে বল হাতে রান দিয়েই যাচ্ছে। আসছে চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ দলকে ফিনিশিংয়ে ভালো একটা সংগ্রহ গড়তে হবে বলে মনে করছেন ক্রিকেটের রথী-মহারথীরা। না হলে যেকোনো দলের বিপক্ষে জয়ের স্বাদ পাওয়া কঠিন হয়ে পড়তে পারে মাশরাফিদের।

প্রসঙ্গত, ১ জুন স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মাশরাফিদের চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা। ৫ জুন ইংল্যান্ডের ওভালে নিজেদের দ্বিতীয় ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। আর গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচ ৯ জুন কার্ডিফের সুফিয়া গার্ডেনে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে মাশরাফি বাহিনী।

(ঢাকাটাইমস/২৮মে/জেইউএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :