ইফতার রাজনীতি ভণ্ডামি: নাজমুল হুদা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ মে ২০১৭, ১৮:৪০

দেশে ইফতারের নামে যে রাজনীতি করা হয় এটাকে ভণ্ডামি হিসেবে দেখছেন বাংলাদেশ জাতীয় জোট- বিএনএ এর চেয়ারম্যান ও তৃণমূল বিএনপি প্রধান ব্যারিস্টার নাজমুল হুদা।

বিএনপির এই সাবেক নেতা রবিবার এক বিবৃতিতে এই কথা বলেছেন।

বিবৃতিতে নাজমুল হুদা বলেন, ‘যারা ধর্মের রাজনীতি বিশ্বাস করেন না তাদের ইফতার রাজনীতি পরিহার করা উচিত। আল্লাহকে সাক্ষী রেখে এই ভণ্ডামি কারোরই করা উচিত নয়।’

রমজানে সাধারণত বিভিন্ন রাজনৈতিক দল ইফতার পার্টির আয়োজন করে থাকে। এই ইফতার আয়োজনে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য হয়। বিশেষ করে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত ইফতার মাহফিলগুলোতে পরস্পরবিরোধী বক্তব্য দেয়া হয়।

বিএনপির সাবেক মন্ত্রী ও নেতা নাজমুল হুদা নিজের দল ও জোটের পক্ষ থেকে রমজানে এ ধরনের কোনো ইফতার মাহফিলের আয়োজন করবেন না বলে জানা গেছে।

(ঢাকাটাইমস/২৮মে/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :