শিশু সন্তানকে বাঁচাতে পুকুরে ডুবে পিতা-পুত্রের মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ মে ২০১৭, ২০:২২| আপডেট : ২৮ মে ২০১৭, ২১:৩৫
অ- অ+
ফাইল ছবি

জেলার কালীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে পিতা ও পুত্র মারা গেছেন। রবিবার বিকাল ৩টার দিকে উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের চৌধুরীহাট কাশ্মিরাম গ্রামে পানিতে ডুবে তারা মারা যান।

নিহতরা হলেন- ওই গ্রামের দরিয়ার রহমান টিটু ও তার ছেলে নিরব রহমান।

স্থানীয়রা জানায়, বাড়ির পাশে পুকুরের পানিতে গোসল করতে নামে শিশু নীরব। কিছুক্ষণ পর পুকুরের মাঝখানে পানিতে হাবুডুবু খেতে দেখে ছেলেকে বাঁচাতে বাবা দবিয়ার পুকুরে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন। পরে নীরবের লাশ পানিতে ভেসে উঠলেও বাবা দবিয়ারের খোঁজ না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয় এলাকাবাসী। অর্ধঘণ্টা তল্লাশি করে দবিয়ারের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরা।

কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর স্টেশন ইনচার্জ নুরুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/২৮মে/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন গ্রেপ্তার!
মানিকগঞ্জ হানাদার মুক্ত দিবস আজ
পবিপ্রবির বঙ্গবন্ধু হলের নামফলক ভেঙে নতুন নাম দিলেন শিক্ষার্থীরা
নওগাঁয় লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা