পুলিশের ভয়ে হকারদের মানববন্ধন পণ্ড

নিজস্ব প্রতিবেধক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ মে ২০১৭, ২০:২৭

রমজান মাসে নিউমার্কেট এলাকার ফুটপাতে ব্যবসার দাবিতে মানববন্ধনের ডাক দিয়েও কর্মসূচি পালন করেননি হকাররা। প্রথম রোজা দেখে কোনো ঝামেলায় যেতে চাচ্ছেন না বলে জানান উপস্থিত কয়েকজন হকার।

রবিবার সকাল সাড়ে দশটায় হকারদের পক্ষ থেকে এই মানববন্ধনের ডাক দেয়া হয়। বেশ কয়েকজন হকার এরই মধ্যে মানববন্ধনে যোগ দিতে আসেন। কিন্তু এই সময় নিউমার্কেট থানার একটি টহলরত পুলিশের গাড়ি এসে একজন ভ্রাম্যমাণ হকারকে পণ্যসহ আটক করে গাড়িতে তুলে নিয়ে যায়। এ সময় মানববন্ধনে আসা নেতাকর্মীরা তাদের পূর্ব ঘোষিত মানববন্ধনে আর অংশ নেয়নি।

একজন হকার বলেন, ‘সরকার আমাগো এইখান থেইকা উডায় দিসে। সরকার আমাগোর জন্য এইডা করব ঐডা করবো কইয়াও কিছু করে না। ’

আরেকজন হকার বলেন, ‘ধানমন্ডি হকার্স মার্কেট নাকি হকারগো লাইগা করসে। কিন্তু হেইনো গিয়া দেহেন কোন হকার ব্যবসায়ী পান কি না। সরকার আমাগোর একটা ব্যবস্থা কইরা তারপর হেনা আমগো উডাইব। এমন ব্যবস্থা হইলে আমরাই উইডা যামু।’

আপনাদের জন্য তো হলিডে মার্কেট আছে সেখানেই তো বসতে পারেন, এমন কথার উত্তরে আরেকজন হকার বলেন, ‘আমাগো নিউমার্কেটেই আসে পাঁচ হাজার হকার, ফার্মগেট আসে, গুলিস্তান কন ঢাকার সব জায়গায়ই হাজার হাজার হকার আসে। কয়জন বইবো ওইহানে।’

নিউমার্কেট এলাকায় পুলিশের এস আই মনির হোসেন ঢাকাটাইমসকে বলেন, ‘কোনো হকারকেই আমরা ফুটপাতে বসতে দিব না। কোনো হকার যদি বসেও তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। ফুটপাতে যেন হকার না বসতে পারে সেজন্য আমাদের চাপ দেওয়া হচ্ছে।’

গুলিস্তানে হকার উচ্ছেদ সম্ভব হচ্ছে না অথচ নিউমার্কেট এলাকায় হকারের দেখাই মিলছে না। পুরো ফুটপাতই ফাঁকা। কারণ জানতে চাইলে এস আই মনির বলেন, ‘এটা সিটি করপোরেশন বলতে পারবে। আমাদের দায়িত্ব নিউমার্কেট এলাকা হকারমুক্ত রাখা, আমরা সেটা পেরেছি।’

গত ১৪ মে রবিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ হকার সংগ্রাম পরিষদ নামে একটি সংগঠন আয়োজিত গণ অনশনে হকার্স ফেডারেশনের সভাপতি আরিফ চৌধুরী হুমকি দিয়ে বলেন, ‘রমজান মাসে ফুটপাত দখল করে ব্যবসা করার সুযোগ না দিলে ঢাকা শহর অচল করে দেয়া হবে।’

গত অক্টোবরে রাজধানীর গুলিস্তান ও মতিঝিল এলাকায় কর্মদিবসে ফুটপাতে হকার বসতে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এরপর অভিযান চালিয়ে তাদেরকে উচ্ছেদও করা হয়। নতুন নিয়ম অনুযায়ী অফিস সময়ের পর আর ছুটির দিন কেবল হকাররা ফুটপাতে বসতে পারবে। ডিএসসিসির এই নিষেধাজ্ঞা অমান্য করে আগের মতই ফুটপাত দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছে গুলিস্তান ও মতিঝিলের হকাররা।

অপরদিকি নিউমার্কেট এলাকায় গত ২৬ এপ্রিল থেকে সাত দিনের হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করে ডিএসসিসি। সেই থেকে এখনো পর্যন্ত এলাকাটিসে হকাররা বসার কোন সুযোগ পায়নি।

ঈদকে সামনে রেখে রোজার মাসে যে কেনাকাটা হয় এবং তাতে যে আয় হয়, সেটা তাদের বছরের সর্বমোট আয়ের একটি বড় অংশ বলে জানান বেশ কয়েকজন হকার নেতা। অন্য সময় যেমন তেমন, রোজায় ফুটপাতে বসতে না পারলে যে ক্ষতি হয়, তা কাটিয়ে উঠা সম্ভব নয় বলেও তারা দাবি করছেন।

(ঢাকাটাইমস/২৮মে/এনআই/ডব্লিউবি)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :