রোম-বাংলা টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে কর্নেলিয়া চ্যাম্পিয়ন

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ মে ২০১৭, ২২:০৬

ইতালির রোমের কর্নেলিয়া ইয়াং জেনেরেশনের উদ্যোগে ‘রোম-বাংলা টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। এতে সর্বমোট ৮ দল অংশগ্রহণ করে।

ফাইনালে শক্তিশালী সান পাওলো একাদশ ও কর্নেলিয়া ক্লাব মুখোমুখি হয়।

এসময় আয়োজকদের মধ্যে সোহেল মিয়া, শামীম আহম্মেদ, সাচ্চু মিয়া ও সানাউল্লাহ উপস্থিত ছিলেন।

ফাইনাল ম্যাচে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছিলেন প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সাধারণ সম্পাদক শেখ মামুন এবং বিশেষ অতিথি ছিলেন আমান উল্ল্যাহ।

টসে জিতে সান পাওলো একাদশ ব্যাটিং এর সিদ্ধান্ত, তারা ২০ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১১৭ রান সংগ্রহ করে। তার মধ্যে দলের সর্বোচ্চ ২৯ রান পারভেজের ব্যক্তিগত ব্যাট থেকে আসে।

পরবর্তীতে কর্নেলিয়া ক্লাব ব্যাটিং করতে নেমে ১১ ওভারে ১১৮ টার্গেট অতিক্রম করে ৮ উইকেটে জয় লাভ করে। এসময় খেলা পরিচালনায় ছিলেন- রাকিব মাঝি শাহিন, রবিন ইসলাম রকি।

বিভিন্ন এলাকার অভিবাসী সহ ক্রিকেটপ্রেমী দর্শকের উপস্থিতিতে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি শেখ মামুন ও বিশেষ অতিথি আমান উল্ল্যাহ কর্নেলিয়া ক্লাবের অধিকায়ক হাসান সহ সকল খেলোয়ারদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও টিভি এবং সান পাওলো একাদশকে রার্নাসআপ ট্রফি ও ট্যাপ তুলে দেন।

(ঢাকাটাইমস/২৮মে/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রবাসের খবর এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :