লোডশেডিংয়ের ভরসা চার্জার ফ্যান

পরিতোষ আচার্য, ঢাকাটাইমস
| আপডেট : ২৯ মে ২০১৭, ১২:০৯ | প্রকাশিত : ২৯ মে ২০১৭, ০৮:৪৪

বেড়েছে গরম। গরম থেকে স্বস্তি পেতে অনেকেই ঘরে শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র বসিয়েছেন। যাদের এই যন্ত্র কেনার সাধ্য নেই তারা ঠান্ডা বাতাসের জন্য বৈদ্যুতিক পাখার উপর ভরসা করেন। কিন্তু ঘনঘন লোডশেডিংয়ের কারণে শুধুমাত্র বৈদ্যুতিক ফ্যানের উপর নির্ভর করা যাচ্ছে না। প্রয়োজন হচ্ছে চার্জার ফ্যানের। গরমের কারণে চাহিদার বাড়ায় এই ফ্যানের দাম বেড়ে গেছে।

গুলিস্তান স্টেডিয়াম মার্কেটের ইলেকট্রোনিক্স পণ্যের ব্যবসায়ী মিরাজ আহমেদ ঢাকাটাইমসকে বলেন, ‘মার্কেটে বিভিন্ন দামের চার্জার ফ্যান রয়েছে, তবে দামের ব্যাপারটা নির্ভর করে ব্রান্ডের উপর যেমন ডিফেন্ডার, সানকা, সনি এই ব্রান্ডগুলোর দাম অন্যান্য ব্রান্ডগুলোর চেয়ে কিছুটা বেশি।’

বিক্রেতারা জানালেন গত বছর এই সময় যেখানে প্রতিদিন গড়ে ১০ থেকে ১৫টি ফ্যান বিক্রি হতো এ বছর সেখানে বিক্রি হচ্ছে ২৫-৩০টি।

বিক্রি কেমন? এমন প্রশ্নের জবাবে বিক্রেতা মিরাজ আহমেদ বলেন, ‘গরমের কারণে আগের তুলনায় চার্জার ফ্যানের বিক্রি অনেক বেড়েছে। বেড়েছে দামও।’

দাম বাড়ার কারণ জানতে চাইলে এই বিক্রেতা বলেন, ‘শীতকালে চার্জার ফ্যানসহ অন্যান্য ফ্যানের বেশি তেমন একটা হয় না। যা বিক্রি হয় গরমের এই সময়টাতেই। তাছাড়া ফ্যানের চাহিদাও বেড়েছে। তাই দামও কিছুটা বেশি।’

স্টেডিয়াম মার্কেট ঘুরে দেখা যায়, এখানকার বেশির ভাগ ইলেট্রোনিক্স পণ্যের দোকানে চার্জার ফ্যান কিনতে এসেছেন ক্রেতারা। তারা জানালেন, লোডশেডিংয়ের সময় গরম থেকে মুক্তি পেতে চার্জার ফ্যান কিনতে এসেছেন।

বাজারে এখন অনেক ধরনের চার্জার ফ্যান কিনতে পাওয়া যাচ্ছে। চার্জার ফ্যানের ব্র্যান্ডের মধ্যে ডিফেন্ডার, সানকা, মিয়াকো, কেনেডি, সনি, প্যানাসনিক ব্র্যান্ড বাজারে বেশি চলছে।

সর্বনিম্ন দুই হাজার টাকায় মিলছে চার্জার ফ্যান। মান ভেদে দাম পাঁচ হাজার টাকা পর্যন্ত। ব্যাটারির ক্ষমতার ওপর এসব ফ্যানের চার্জ থাকে। তিন থেকে চার হাজার টাকার চার্জার ফ্যান তিন থেকে চার ঘণ্টা চলে। এসব ফ্যানে ছয় মাস থেকে এক বছরের ওয়ারেন্টি মেলে।

স্টেডিয়াম মার্কেটের পাশাপাশি রাজধানীর অলি-গলিতেও পাওয়া যাচ্ছে চার্জার ফ্যান।

লালবাগের নিপ্পন শো রুমের ব্যবস্থাপক মুফিজুর রহমান ঢাকাটাইমসকে বলেন, ‘আমাদের চার্জার ফ্যানের বিক্রি গরমের কারণে বেড়েছে। আমরা ডিফেন্ডার, ওয়াল্টন, মিয়াকো এই তিন ধরনের ব্র্যান্ডের ফ্যান বিক্রি করছে। দুই হাজার পাঁচ শত টাকা থেকে শুরু করে সর্বোচ্চ চার হাজার পাঁচ শত টাকায় মিলছে এসব ফ্যান।’

বিভিন্ন ব্যান্ডের চার্জার ফ্যান কিনতে ঢুঁ মারতে পারেন গুলিস্তানের স্টেডিয়াম মার্কেট এবং নবাবপুরের ইলেকট্রনিকস মার্কেটে। চার্জার ফ্যান কেনার সময় এর ব্যাটারির সক্ষমতা জেনে নেবেন। এই ব্যাটারিতে কতক্ষণ ব্যাপআপ দেবে সেটাও বিক্রেতারা কাছ থেকে কেনার আগে জেনে নেয়া ভালো। পাশাপাশি ওয়ারেন্টি মিলবে কি না তাও জেনে নিন।

ঢাকাটাইমস/২৯মে/পিএ/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :