বাংলাদেশপ্রেমী ডেনিশ যুবক

কমরেড খন্দকার, ইউরোপ ব্যুরো প্রধান
 | প্রকাশিত : ২৯ মে ২০১৭, ০৮:৫১

ডেনমার্কের পাবলিক বাসে বসে রয়েছেন এক যুবক। ওই বিদেশির ডান বাহুতে অতি পরিচিত একটি ছবি ট্যাটু করা হয়েছে। একটু খেয়াল করে দেখলেই চমকে উঠতে হবে। ওটা বাংলাদেশ সরকারের মানচিত্রসহ লোগো। ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’ লেখা গোটা লোগোটি ট্যাটু করে ঘুরছেন যুবক।

সোশ্যাল মিডিয়ায় ছবিটি আসার পর ভাইরাল হয়ে পড়ে। ফেসবুক ঘেঁটে খোঁজ নিয়ে জানা যায়, ওই যুবকের জন্ম বাংলাদেশে। জন্মের কয়েক মাস পর তাকে দেশ থেকে দত্তক নিয়ে চলে যান এক ডেনিশ দম্পতি। এরপর থেকে তিনি ওখানেই বেড়ে উঠেছেন। এখন তিনি পুরোদস্তুর ডেনিশ। কখনো বাংলাদেশে যাননি। বাংলাতে কথাও বলতে পারেন না। তবে, বড় হয়ে জেনেছেন, সবুজ শ্যামলা বাংলাদেশ তার জন্মভূমি।

নাড়িতে শেকড়ের টান অনুভব করেছেন হয়তো। বাংলাদেশ দেখেননি তো কী হয়েছে, গোটা দেশকে উল্কি করেছেন বাহুতে। কোনো এক বাংলাদেশি পাসপোর্ট থেকে নিজের দেশের মানচিত্রসহ লোগোটি পেয়েছেন। ওটাই এঁকে নিয়েছেন হাতে।

সম্প্রতি ফেসবুকে ইরফান হাসান হিমেল নামের একজন তার পোস্টে এই যুবকের ছবি দিয়েছেন। এরপরই ছবিটি লাইক-শেয়ারের মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

তবে ওই যুবকের নাম কী, তিনি কোথায় থাকেন, বাংলাদেশে আসবেন কি না, এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

(ঢাকাটাইমস/২৯মে/ইএস/জেবি)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রবাসের খবর এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :