ঈদ কালেকশনে ‘ইয়াংকে’

ফিচার প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ মে ২০১৭, ১৬:০৭

বর্তমান সময়ে ফ্যাশনের ক্ষেত্রে এক ধরনের মিশ্রধর্মী ধারা লক্ষ্য করা যাচ্ছে।তরুণ প্রজম্মের ছেলে মেয়েরা একই সাথে বেছে নিচ্ছে দেশীয় পোশাক থেকে শুরু করে পাশ্চাত্যধর্মী পোশাক। আর ক্রেতার এসব চাহিদাকে মাথায় রেখে কে ক্র্যাফ্টের আরেক ফ্যাশন ব্র্যান্ড ইয়াংকে নিয়ে এসেছে প্রাচ্য ও পাশ্চাত্যের সংমিশ্রনে তৈরি ইন্দো- ওয়েস্টার্নধর্মী পোশাক।এখানে যেমন রয়েছে পাশ্চাত্যের প্যাটার্ন তেমনি মোটিফ ব্যবহারের ক্ষেত্রে রয়েছে কিছু দেশীয় নিজস্বতা।

বর্তমান যুগোপযোগী ফ্যাশনের সাথে তাল মিলিয়ে“ইয়াংকে” তে পাওয়া যাচ্ছে গাউন, সালোয়ার কামিজ, টপস্, কুর্তি, পালাজ্জো, পাঞ্জাবী, পোলোশার্ট, লেগিংস, কটি,, প্যান্ট ইত্যাদি। আর এসকল কালেকশন পাওয়া যাবে মিরপুর, পুলিশ প্লাজা, বেইলি রোড ও সোবহানবাগ শোরুমগুলোতে। এছাড়া“ইয়াংকে” তে জুয়েলারীর কালেকশনও রয়েছে পোশাকের সাথে মিল রেখে। ‘ইয়াংকে’র পোশাকগুলো একই সাথে ফ্যাশনেবল ও আরামদায়ক। এই পোশাকগুলির প্যাটার্নের ক্ষেত্রে নতুনত্ব আনা হয়েছে ওয়েস্টার্ন কাটের সাথে মিল রেখে। আবহাওয়া উপযোগী কাপড় বাছাই করা হয়েছে পোশাকের ডিজাইন ও প্যাটার্নের সাথে সামঞ্জস্য রেখে। কাপড়ের মধ্যে রয়েছে লিনেন, জর্জেট, সিল্ক, ক্যাশমিলন, ক্রেপ জর্জেট, মসলিন ইত্যাদি। ঈদের কথা মাথায় রেখে উজ্জল বিভিন্ন রঙের কাপড় ব্যবহার করা হয়েছে। এক্ষেত্রে মেরুন, বেগুনী, ম্যাজেন্টা, অলিভ, সিগ্রিন, নেভীব্ল ুইত্যাদি রঙের প্রাধান্য বেশী। এ ছাড়া রঙিন টাই-ডাই এর কাপড় রয়েছে।গরমের কথা মাথায় রেখে গাঢ় রঙের পাশাপাশি হালকা বিভিন্ন রঙ যেমন অফ হোয়াইট, লাইটগ্রিন, পিংক, অ্যাশ ইত্যাদি রঙের পোশাকও রয়েছে।অলংকরণের ক্ষেত্রে এমব্রয়ডারী, কারচুপি, স্ক্রিনপ্রিন্ট, হ্যান্ডপেইন্ট ইত্যাদি মাধ্যম ব্যবহৃত হয়েছে।

ঢাকাটাইমস/২৯মে/এমইউ

সংবাদটি শেয়ার করুন

ফিচার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :