প্রধানমন্ত্রীর অস্ট্রিয়া সফর: ইউরোপ আ.লীগ নেতাদের ভিড়

কমরেড খোন্দকার, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ মে ২০১৭, ১৭:৪৫

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের আণবিক শক্তি কমিশনের এক সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পৌঁছাবেন স্থানীয় সময় বিকাল ৩টায়। মঙ্গলবার আণবিক শক্তি কমিশনের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। সোমবার সন্ধ্যায় অস্ট্রিয়া গ্রান্ড হোটেল বলরুমে প্রবাসীদের দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত থেকে ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত নেতাকর্মীদের সাথে ইফতার পার্টিতে যোগ দেবেন বলে জানা গেছে।

মঙ্গলবার রাত ৮টায় প্রধানমন্ত্রী ঢাকার উদ্দ্যেশ্যে অস্ট্রিয়া ত্যাগ করবেন।

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে অস্ট্রিয়ার লভিয়েনা শহরে ইতোমধ্যে পৌঁছেছেন ইউরোপ আওয়ামী লীগের নেতৃবৃন্দ। ইউরোপ আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, অস্ট্রিয়া আওয়ামী লীগ সভাপতি ফরহাদ হোসেন, অন্য গ্রুপের সভাপতি খোন্দকার হাফিজুর রহমান নাসিম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির সবাইকে অভ্যর্থনা জানান।

ইতোমধ্যে ভিয়েনা শহরে পৌঁছেছেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি শ্রী অনিল দাশ গুপ্ত, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হক, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া, প্রবাস কল্যাণ সম্পাদক হাসনাত মিয়া, জার্মান আওয়ামী লীগের একাংশের সভাপতি এ,কে,এম বশিরুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক শেখ বাদল আহমেদ।

অন্য গ্রুপের জাহিদুল ইসলাম পলকের নেতৃত্বে কয়েকজন জার্মান আওয়ামী লীগ নেতৃবৃন্দ, বেলজিয়াম আওয়ামী লীগের বজলুর রশিদ ভুলু। অন্য গ্রুপের সভাপতি শহিদুল হক ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী রতনসহ ৮ জন, ফ্রান্স আওয়ামী লীগ একাংশের সভাপতি এম,এ,কাশেম সাধারণ সম্পাদক মুজিবর রহমান, হল্যান্ড আওয়ামী লীগের একাংশের সভাপতি শাহাদাত হোসেন তপন, ফিনল্যাণ্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন, ডেনমার্ক আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া, সুইজারল্যান্ড আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক শ্যামল খান, গ্রিস আওয়ামী লীগ সভাপতি মান্নান মাতুব্বর ও সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার, অন্য গ্রুপের সভাপতি রাকিব মৃধা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামাদ মাদবর ও মিজানুর রহমান দুলাল স্পেন আওয়ামী লীগ নেতা রিজভী আলম, স্পেন থেকে মো. জাকির হোসেন, ফারুক আহমেদ মবিন, আখতারুজ্জামান, কাজী পারভেজ প্রমুখ।

এদিকে সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম,এ, গনি সোমবার সকালে ভিয়েনা পৌঁছবেন বলে জানা গেছে।

(ঢাকাটাইমস/২৯মে/ব্যুরো প্রধান/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :