‘বেসামরিক নাগরিক নিহত হওয়া জীবনের বাস্তবতা’

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৯ মে ২০১৭, ১৮:০৫ | প্রকাশিত : ২৯ মে ২০১৭, ১৮:০৩

ইরাক ও সিরিয়ায় তৎপর ইসলামিক স্টেট(আইএস)’র বিরুদ্ধে লড়াই চালাতে গিয়ে বেসামরিক ব্যক্তিদের নিহতের ঘটনা জীবনের একটি বাস্তবতা বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস।

তিনি বলেন, ‘আইএস বিষয়ে ওয়াশিংটন তার নীতিতে যে পরিবর্তন এনেছে তা হচ্ছে এ গোষ্ঠীটিকে ক্রমশ দুর্বল করে ফেলার চেয়ে একে পুরোপুরি ধ্বংস করে দেয়া।’

গতকাল রবিবার সিবিসি সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ম্যাটিস বলেন, ‘ইরাক ও সিরিয়ায় যুদ্ধরত আইএসের বিদেশি সন্ত্রাসীরা যাতে নিজ ভূমিতে ফিরে যেতে না পারে সেই লক্ষ্য বাস্তবায়নের জন্যই ওয়াশিংটন প্রাথমিকভাবে তার নীতিতে পরিবর্তন এনেছে।’

তিনি বলেছেন, আইএস বিষয়ে ওয়াশিংটন তার নীতিতে পরিবর্তন এনেছে। ইরাক ও সিরিয়ায় তৎপর এসব বিদেশি সন্ত্রাসীদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় পাকড়াও করে নিয়ে যাওয়ার পরিবর্তে এখন তাদেরকে ঘিরে ফেলে হত্যা করার নীতি গ্রহণ করেছে তার দেশ।

তিনি আরো বলেন, ‘আমাদের লক্ষ্যে হচ্ছে এসব বিদেশী সন্ত্রাসীরা যাতে জীবিত নিজ দেশে ফিরে যেতে না পারে। এই ধরনের পরিস্থিতিতে বেসামরিক ব্যক্তিরা যেভাবে হতাহত হচ্ছে তা জীবনেরই বাস্তবতা।’

অবশ্য যুদ্ধক্ষেত্রে এ নীতি গ্রহণ করার ফলে মার্কিন বাহিনী সফলতা পেয়েছে বলেও দাবি করেন তিনি।

ইরাক ও সিরিয়ায় আইএসের অবস্থানে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর বিমান হামলায় গত কয়েক সপ্তাহে যখন বিপুল সংখ্যক বেসামরিক ব্যক্তির প্রাণহানির ঘটনা ঘটেছে তখন এসব কথা বলেন 'ম্যাড ডগ' খ্যাত এ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।

সূত্র: পার্স টুডে

(ঢাকাটাইমস/২৯মে/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

মস্কোতে কনসার্টে হামলা: এখনো প্রায় ১০০ জন নিখোঁজ 

বাবা কোটিপতি, ২০ বছর ধরে জানতই না ছেলে!

গাজা যুদ্ধের ১৭৩তম দিন, প্রাণহানি বেড়ে সাড়ে ৩২ হাজার

মস্কোতে সন্ত্রাসী হামলা: ফের মৃত্যুদণ্ড চালুর আহ্বান রুশ আইনপ্রণেতাদের

দশ বছরে ৬৪ হাজার অভিবাসীর মৃত্যু, বেশিরভাগই সাগরে ডুবে: জাতিসংঘ

৩০ হাজার কোটি রুপি ব্যয়ে মিয়ানমার সীমান্তে বেড়া দেবে ভারত

এই বিভাগের সব খবর

শিরোনাম :