তাজের মন্ত্রী হওয়ার খবর রেহানার নামে ভুয়া পেজ থেকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৯ মে ২০১৭, ১৮:১৪ | প্রকাশিত : ২৯ মে ২০১৭, ১৮:০২

সোহেল তাজ মন্ত্রী হচ্ছেন, বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার নামে চালানো একটি ফেসবুক পেজে দুই দিন ধরে এমন প্রচার চলছে। এই প্রেক্ষিতে আওয়ামী লীগ জানিয়েছে, বঙ্গবন্ধু পরিবারের বেশ কয়েকজন সদস্যের নামে ভুয়া ফেসবুক পেজ থেকে মিথ্যা সংবাদ প্রচার করা হচ্ছে। রেহানার নামে কোনো ফেসবুক পেজ নেই বলেও জানিয়েছে তারা।

সোমবার আওয়ামী লীগের ওয়েবটিমের পক্ষ থেকে ঢাকাটাইমকে এই বিষয়টি নিশ্চিত করা হয়। দলের ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করে একটি স্ট্যাটাসও দেয়া হয়।

শেখ রেহানার নামে চালানো ফেসবুক পেজে রবিবার গভীর রাতে দেয়া একটি পোস্টে বলা হয়, ‘মন্ত্রিসভায় ফিরছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীনে আহমেদের (বঙ্গতাজ) সুযোগ্য সন্তান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজীম আহমেদ সোহেল তাজ।’

এই প্রতিবেদন লেখা পর্যন্ত এই পোস্টে লাইক পড়েছে ১০ হাজার। শেয়ার হয়েছে ‍দুই হাজার ৭২২টি। আর কমেন্ট পড়েছে ৪৯৩টি।

শেখ রেহানার নামে চালানো পেজটির লাইক ৫৪ হাজারেরও বেশি। এর ফলোয়ারও প্রায় ৫৫ হাজার।

পেজের কভার ফটোতে সুইজারল্যান্ডে শেখ হাসিনা ও শেখ রেহানার বরফ নিয়ে খেলার ছবি আছে। আর প্রোফাইল পিকচারে শেখ রেহানার ছবি রয়েছে।

এই পেজে আওয়ামী লীগ সংশ্লিষ্ট নানা সংবাদ এবং লেখা প্রকাশ করা হয় নিয়মিত। এমন পেজে সোহেল তাজের মন্ত্রিত্ব পাওয়ার খবর মুহূর্তেই সরকার সমর্থকদের মধ্যে চাউড় হয়ে যায়।

এই পোস্টের বিষয়ে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে যোগাযোগ করে ঢাকাটাইমস। নেতাদের কেউই এই খবরকে নিশ্চিত করতে পারেননি। তবে যেহেতু শেখ রেহানার পেজ থেকে শেয়ার করা হয়েছে তাই খবর উড়িয়েও দিতে পারেননি অনেকে।

এই প্রেক্ষিতে আওয়ামী লীগের পক্ষ থেকে একটি বার্তা দেয়া হয়। সোহেল তাজের মন্ত্রিত্ব পাওয়ার সম্ভাবনার বিষয়টি নিয়ে সরাসরি কিছু না জানালেও এতে বলা হয়, ‘জনসাধারণ ও সাংবাদিক ভাইদের অবগতির জন্য আমরা আবারো জানাচ্ছি যে, বঙ্গবন্ধুর কন্যাদ্বয় শেখ হাসিনা, শেখ রেহানা ও শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুলের নামে এখনও অফিশিয়ালি কোন ফেসবুক পেইজ চালু হয়নি।’

বঙ্গবন্ধু পরিবারের নামে চালানো পেইজগুলোর অ্যাডমিনদেরকে এগুলোকে 'আনঅফিশিয়াল' (Unofficial) হিসেবে ঘোষণা দেয়ার অনুরোধও করেছে আওয়ামী লীগ। নইলে অতিসত্বর আইনগত ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেয় তারা।

আওয়ামী লীগের ফেসবুক পেজে বলা হয়, ‘গত কিছু দিন ধরেই আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে- বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা জননেত্রী শেখ হাসিনা ও কনিষ্ঠ কন্যা শেখ রেহানা এবং বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ও বঙ্গবন্ধুর দৌহিত্রী সায়মা ওয়াজেদ হোসেন পুতুলের নামে কিছু ‘ফেইক ফেসবুক পেইজ' বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে থেকে পরিচালিত হচ্ছে এবং সেই পেইজগুলো থেকে নানা রকম মিথ্যা সংবাদ প্রচার করা হচ্ছে।’

আওয়ামী লীগ জানিয়েছে, বঙ্গবন্ধুর দৌহিত্র, প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ এর একটি ফেরিফাইড ফেসবুক পেইজ Sajeeb Wazed ও শেখ রেহানার পুত্র বাংলাদেশ আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান CRI এর ট্রাস্টি রেদওয়ান মুজিব সিদ্দিক এর একটি ফেসবুক আইডি Radwan Mujib Siddiq অফিশিয়ালি চালু আছে - যা তারা নিজেরাই তত্ত্বাবধান করে থাকেন।

ঢাকাটাইমস/২৯মে/টিএ/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

খালেদা জিয়ার মুক্তির জন্য সরকারের যে কারো সঙ্গে আলোচনায় প্রস্তুত আছি: অলি

সৌদি আরব-আমেরিকায় বাংলাদেশের চেয়েও বড় দুর্ঘটনা ঘটে: ওবায়দুল কাদের

আওয়ামী শাসকগোষ্ঠী এখন আরও তীব্র মাত্রায় হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল

সরকার চোরাবালির ওপর, পতন অনিবার্য: রিজভী

আ.লীগের কার্যনির্বাহী বৈঠক ৩০ এপ্রিল, গুরুত্ব পাবে উপজেলা নির্বাচন

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে আব্দুল আউয়াল মিন্টু

বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণের মরদেহের প্রতি আ.লীগের শ্রদ্ধা

এখনো নির্বাচনি মাঠে আ.লীগের এমপি-মন্ত্রীর স্বজন

নৈরাজ্য চলতে থাকলে দেশে গৃহযুদ্ধ অনিবার্য: নুর

দেশের অগ্রগতির পথে প্রধান বাধা বিএনপি: ওবায়দুল কাদের

এই বিভাগের সব খবর

শিরোনাম :