লক্ষ্মীপুরে ঘূর্ণিঝড় ‘মোরা’ মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি

লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ মে ২০১৭, ১৮:২৭

উপকূলে ধেয়ে আসা ঘূর্ণিঝড় ‘মোরা’র প্রভাবে ক্ষয়ক্ষতির আশঙ্কা থেকে বাঁচতে জেলায় ব্যাপক প্রস্ততি নেয়া হয়েছে। জেলা প্রশাসক বেগম হোমায়ারা বেগম উপকূলীয় সব উপজেলা প্রশাসন, পুলিশ রেড ক্রিসেন্টসহ সবাইকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।

এদিকে রামগতি ও কমলনগরে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। নদীতে সব মাছধরা নৌকা নদীর কিনারায় নিরাপদ স্থানে আনা হয়েছে।

দুই উপজেলায় সব আশ্রয়ন প্রকল্প খোলা রাখা হয়েছে। কোস্টগার্ড, পুলিশ, উপজেলা প্রশাসন এনজিওসহ সবাইকে ঘূর্ণিঝড় মোকাবেলায় কাজ করার জন্য প্রস্তুত রাখা হয়েছে।

কমলনগর ও রামগতি উপজেলা স্থানীয় গণ্যমান্যদের নিয়ে প্রস্তুতিমূলক মিটিং এবং সব ধরনের যোগাযোগ রক্ষার্থে উপজেলা পরিষদে ক্যাম্প খোলা হয়েছে।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বলেন, আমাদের রামগতি ও কমলনগর উপজেলাতে ঘূর্ণিঝড় মোকাবেলায় সবধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। এছাড়া উপজেলার প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের প্রস্তুত রেখেছি।

(ঢাকাটাইমস/২৯মে/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :