কেরালায় প্রকাশ্যে গরু জবাই, পুলিশের মামলা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৯ মে ২০১৭, ১৯:২৭ | প্রকাশিত : ২৯ মে ২০১৭, ১৯:১১

ভারতের কেরালা রাজ্যে প্রকাশ্যে গরু জবাই করার অভিযোগ ভারতীয় যুব কংগ্রেসের বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে মামালা করেছে পুলিশ। খবর বিবিসির।

যুব কংগ্রেসের বেশ কয়েকজন সদস্য উত্তর কেরালার কানুর এলাকায় প্রকাশ্যে গুরু জবাই করে সেটির মাংস রান্না করে অনেকের মাঝে বিতরণ করেছে।

ভারতের কেন্দ্রীয় সরকার সম্প্রতি গরু কেনা-বেচা বন্ধের যে নির্দেশ দিয়েছে সেটির প্রতিবাদে যুব কংগ্রেসের নেতারা প্রকাশ্যে গরু জবাই করলেন।

প্রকাশ্যে গরু জবাই করার একটি ভিডিও ছড়িয়ে যাবার পর এনিয়ে পুলিশ তৎপর হয়ে মামলা দায়ের করে। তবে এ ঘটনার সঙ্গে কতজন জড়িত ছিলেন সে বিষয়ে সুনির্দিষ্ট কোন ধারণা পাওয়া যাচ্ছে না।

পুলিশ বলছে, যেভাবে গরুটিকে প্রকাশ্যে জবাই করা হয়েছে তাতে জনসাধারণের অসুবিধার সৃষ্টি হয়েছে এবং সেজন্য তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

বিরোধী দল কংগ্রেস-এর ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধি এ ঘটনার সমালোচনা করেছেন।

তিনি বিষয়টিকে 'জঘন্য' হিসেবে বর্ণনা করেন। ধারণা করা হচ্ছে, গত শনিবার এ ভিডিওটি ধারণ করা হয়েছে।

সেদিন কেরালা রাজ্যের বিভিন্ন জায়গায় গরু কেনা-বেচা নিয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক সংগঠন বিক্ষোভ করে।

ভারতের কেরালা রাজ্যে গরুর মাংস বহুল প্রচলিত। কিন্তু গরু কেনা-বেচা বন্ধে সরকারি সিদ্ধান্ত নিয়ে অনেকেই ক্ষুব্ধ।

ভারতের অনেক রাজ্যে গরু জবাই নিষিদ্ধ হলেও কেরালা রাজ্যে গরু জবাই নিষিদ্ধ নয়।কিন্তু তারপরেও অনেকে মনে করেন, এভাবে প্রকাশ্যে গরু জবাই প্রাণী হত্যার নৃশংসতাকে তুলে ধরে এবং যারা এ কাজ করেছেন তাদের শাস্তি হওয়া দরকার।

২০১৪ সালে ভারতে নরেন্দ্র মোদির নেতৃত্বে সরকার ক্ষমতাসীন হবার পর গরু জবাই নিষিদ্ধ করার বিষয়ে নানা পদক্ষেপ নেয়া হয়।

হিন্দুরা গরুকে অতি পবিত্র মনে করে। গরু জবাইকে কেন্দ্র বেশ কিছু মুসলিমকে ভারতের বিভিন্ন রাজ্যে হত্যার অভিযোগ উঠেছে। উগ্র হিন্দুত্ববাদীরা এসব ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

(ঢাকাটাইমস/২৯মে/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

সকাল সকাল ভোট দিলেই মিলবে আইসক্রিম-চাউমিন! 

প্রথম নারী উপাচার্য পেল আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়

ইউক্রেন-ইসরায়েলের জন্য ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ অনুমোদন দিলো মার্কিন সিনেট 

ঘুষ নেওয়ার অভিযোগে রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী আটক

লোহিত সাগরে অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত অন্তত ৩৩

তীব্র গরমে বিশ্বব্যাপী বছরে ১৯ হাজার শ্রমজীবীর মৃত্যু

গাজা ইস্যুতে উত্তাল যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো 

ফের দফায় দফায় ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান

ইরানে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র নিজেরাই ধ্বংস করে ইসরায়েল!

মালদ্বীপে সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী চীনপন্থি প্রেসিডেন্ট মুইজ্জুর দল

এই বিভাগের সব খবর

শিরোনাম :