বোদায় ড্রেজার জব্দ
পঞ্চগড়ের বোদায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি ড্রেজার মেশিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকালে সহকারী কমিশনার (ভূমি) মেহেদি হাসানের নেতৃত্বে মাড়েয়া ইউনিয়নের করতোয়া নদীর আউলিয়াঘাটের এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে একটি ড্রেজার মেশিন জব্দ ও ড্রেজার মেশিনের মালিক আনোয়ার ইকবাল লেলিনকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
২০১০ সালের নদী শাসন আইনের অবৈধ বালু উত্তোলনের লঙ্ঘনের দায়ে তাকে এই জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় বোদা থানার এসআই শহিদ, সার্ভেয়ার শাহরিয়ার ইসলামসহ পুলিশের একটি দল উপস্থিত ছিল।
জানা যায়, দীর্ঘদিন ধরে একটি মহল ড্রেজার মেশিন দিয়ে ওই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল।
(ঢাকাটাইমস/২৯মে/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন