শিক্ষা পরিস্থিতি খুবই নাজুক: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ মে ২০১৭, ২১:২৮

বর্তমান শিক্ষা পরিস্থিতিকে খুবই নাজুক আখ্যা দিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘আমরা খুবই নাজুক অবস্থার মধ্যে আছি। কিছুসংখ্যক লোক শিক্ষকতা পেশায় ঢুকে পড়েছে যাদের আচরণ শিক্ষকতা কার্যকলাপ শিক্ষা পেশার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় যার ফলে আমাদের শিক্ষকদের দুর্ণাম হচ্ছে। তারা ক্লাসে পড়ান না, বাড়িতে পড়ান। তারা প্রশ্ন আগে ফাঁস করে দেন, তারপর ক্লাসে প্রশ্ন নিয়ে যান।’

সোমবার রাজধানীর অফিসার্স ক্লাবে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ইফতার মাহফিলে মন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষকতা পেশায় ঢুকে নানা কায়দায় এমন সব কাজ করছেন যে আচরণ শিক্ষকতার সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নয়। এদের জন্য আমাদের সবার দুর্ণাম হবে। এতে শিক্ষকদের প্রতি মানুষের আস্থা কমে যাবে। আশা করি এই ব্যাপারে আপনারা সচেতন হবেন। শিক্ষক নাম ধারণ করে যারা এই ধরনের অন্যায় কাজ করছেন, শিক্ষকসুলভ কাজ না করে অন্যায় কাজে জড়িয়ে যাচ্ছেন, তাদেরকে যেন আমরা সচেতন করতে পারি। হয় ঠিক করতে পারি নয় বিদায় করতে পারি সে ব্যাপারে আপনারা সহায়তা করবেন।’

মন্ত্রী বলেন, ‘শিক্ষকদের প্রতি আমরা সবার কাছে আশা করবো আপনাদের জীবনাচরণ, আপনাদের শিক্ষা কার্যক্রম এমনভাবে চালাবেন যাতে করে শিক্ষার্থীসহ সবাই আপনাদের অনুসরণ করে ভালো মানুষ হতে পারে।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষকরা সমাজের সবচেয়ে শ্রদ্ধার ব্যক্তি। বর্তমান সরকারের চেয়ে কেউ শিক্ষকদের এত প্রমোশন দেয়নি। কোনো সরকার বলতে পারবে না বর্তমান সরকারের চেয়ে বেশি প্রমোশন দিয়েছে।’ এসময় ২০১৬ সালের রমজান থেকে এ বমজান পর্যন্ত শিক্ষায় প্রমোশনের খতিয়ান দেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘গত রমজান থেকে এই রমজান পর্যন্ত আমরা সহকারী অধ্যাপক পদে ৫১৭ জনকে প্রমোশন দিয়েছি, সহযোগী অধ্যাপক পদে ৩৬০ জনকে প্রমোশন দিয়েছি, অধ্যাপক পদে ৫৮৮ জনকে প্রমোশন দিয়েছি, সিলেকশন গ্রেড পেয়েছেন ৮৪৭ জন, অধ্যাপক সিলেকশন গ্রেড পেয়েছেন ৪২ জন, উচ্চতর গ্রেড সিলেকশন পেয়েছেন ১৪৬ জন, প্রভাষক পদে নিয়োগ পেয়েছেন ৮৩৭ জন, নতুন পদ আরও সৃষ্টি হয়েছে ২৯২‍টি, নতুন পদ সৃষ্টির জন্য জনগ্রশাসনে বর্তমানে প্রক্রিয়াধীন আছে ৯৫৪টি পদ।

এসময় শিক্ষামন্ত্রী শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন কাজ করা হচ্ছে জানিয়ে বলেন, ‘এটা সারা বিশ্বেই হচ্ছে। শুধু আমরা একাই এ কাজ করছি না। আমাদের মানসম্পন্ন শিক্ষার পাশাপাশি শিক্ষাথীদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।’

কলেজ ও মাদ্রাসা শিক্ষকদের সংগঠন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভাপতি আই কে সেলিম উল্লাহর সভাপতিত্বে ইফতার মাহফিলে আরও বক্তব্য দেন মাধ্যমিক ও ‍উচ্চ শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সোহরাব হোসাইন, কারিগরি ও মাদরাসা শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আলমগীর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এস এম ওয়াহিদুজ্জামান।

(ঢাকাটাইমস/২৯মে/জেআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :