পরিচ্ছন্ন অভিযানে ভেনিস বাংলা স্কুল

ইউরোপ ব্যুরো প্রধান, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ মে ২০১৭, ২১:৩১

দীর্ঘ চার বছর ধরে ইতালির ভেনিসে একটি সংস্থা দেয়াল লিখন বা চিকা মারা পরিষ্কার করে আসছে। এরই ধারাবাহিকতায় ভেনিসের কামপো সানতা আ গসতিন এ মাসসেনি এন্ড নিসিওলেত্বি ও ভেনিস বাংলা স্কুল যৌথভাবে এসব দেয়াল লিখন পরিষ্কারের কাজে অংশ নেয়।

মাসসেনি এন্ড নিসওলেত্বি-এর দায়িত্বে থাকা কর্মকর্তা আলবেরতো জানান, চার বছর ধরে এ পরিচ্ছন্নতার কাজ নিজেদের উদ্যোগে করে আসছে। এ বছর বাংলাদেশি কমিউনিটির পক্ষে ভেনিস বাংলা স্কুলও অংশগ্রহণ করায় তাদের ধন্যবাদ।

আগামীতেও বাংলাদেশিদের নিয়ে কাজ করার ইচ্ছে প্রকাশ করেন আয়োজকরা।

প্রসঙ্গত, ভেনিস শহরে প্রায় ২৫০টি ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক বাংলাদেশি।

ভেনিস বাংলা স্কুলের সভাপতি জানান, আমরা ইতালিয়ান এ সংস্থার সাথে স্বেচ্ছায় কাজ করছি। যেসব স্থানে আজেবাজে লেখা বা ছবি আঁকা আছে দেয়াল ও দোকানের সাটারে- আমরা তা মুছে দিচ্ছি।

(ঢাকাটাইমস/২৯মে/সিকে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :