ইফতারের বাজার নিয়ে দুই পুলিশে সংঘর্ষ, নিহত ১
নওগাঁর মহাদেবপুর উপজেলার মাতাজী পুলিশ ফাঁড়িতে ইফতারের বাজার নিয়ে দুই পুলিশ সদস্যের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আবু হেলাল এক কনস্টেবল মারা গেছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই সংঘর্ষ হয়।
নিহত হেলালের বাড়ি সিরাজগঞ্জ জেলায়।
জেলা পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, দুজনের মধ্য ইফতারের বাজার করা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নাইমুল হেলালকে ধাক্কা দিলে হেলাল দেয়ালে ধাক্কা খায়। এতে মাথায় সে প্রচণ্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়।পরে তার লাশ মহাদেবপুর থানায় নেয়া হয়।
এ ঘটনায় কনস্টেবল নাইমুলকে গ্রেপ্তার করা হবে বলে জানান পুলিশ সুপার।
(ঢাকাটাইমস/২৯মে/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন