নদীতে গোসলে নেমে স্কুলছাত্রী নিখোঁজ
আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে গাইবান্ধার সাঘাটা উপজেলায় নদীতে গোসল করতে নেমে নুর বানু (১৩) নামে এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে। সোমবার দুপুরে পদুমশহর ইউনিয়নের নয়াবন্দর এলাকার আলাই নদীতে এ দুর্ঘটনা ঘটে। রাত ১০টার দিকে উদ্ধার অভিযান সমাপ্ত করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নুর বানুর বাড়ি দিনাজপুর জেলায়। সে নয়াবন্দর এলাকায় ফুফুর সাথে বেড়াতে এসেছিল।
গাইবান্ধা ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, নুর বানু নয়াবন্দর এলাকায় ফুফুর সাথে বেড়াতে এসেছিল। সোমবার দুপুরে নুর বানুসহ আরো দুইজন আলাই নদীতে গোসল করতে নামে। এসময় অপর দুইজন নদী থেকে সাঁতরে তীরে উঠতে পারলেও নুর বানু পানিতে তলিয়ে যায়।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে উদ্ধার অভিযান শুরু করে। রাত ১০টা পর্যন্ত উদ্ধার অভিযান চালানোর পর আজকের মত অভিযান সমাপ্ত করে। মঙ্গলবার সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু করা হবে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
(ঢাকাটাইমস/২৯মে/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন