বেনাপোলে ১০টি স্বর্ণের বারসহ চোরাচালানী গ্রেপ্তার

প্রকাশ | ৩০ মে ২০১৭, ১৫:৫৪

বেনাপোল প্রতিনিধি, ঢাকাটাইমস

যশোরের বেনাপোলের রেলস্টেশন এলাকা থেকে ১০টি স্বর্ণের বারসহ মনির হোসেন নামে এক চোরাচালানীকে গ্রেপ্তার করেছে বিজিবি। মঙ্গলবার দুপুরের দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মনির বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আব্দুস সোবহানের ছেলে।

বিজিবি-৪৯ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল আরিফুর রহমান জানান, বেনাপোল বাজার থেকে স্বর্ণ পাচারের খবর পেয়ে বিজিবি সদস্যরা রেল স্টেশন এলাকায় অভিযান চালায়। এ সময় মনিরের দেহে তল্লাশি চালিয়ে ১০টি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দ করা স্বর্ণের মূল্য ৪৮ লাখ টাকা বলে বিজিবি জানায়।

আরিফুর রহমান আরও জানান, জব্দ করা স্বর্ণগুলো বেনাপোল কাস্টমসে জমা দেয়া হয়েছে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।

ঢাকাটাইমস/৩০মে/প্রতিনিধি/এমআর